গোয়াইনঘাট প্রতিনিধি
নভেম্বর ০৫, ২০২০
১০:৪৫ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ০৫, ২০২০
১০:৪৫ অপরাহ্ন
বাংলাদেশ সরকারের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ইমরান আহমদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন মন্ত্রী ইমরান আহমদের সহকারী একান্ত সচিব (এপিএস) মোহাম্মদ রাশেদুজ্জামান।
এর আগে ইমরান আহমদের স্ত্রী অধ্যাপক নাসরিন আহমদও করোনায় আক্রান্ত হন। দু'জনের করোনামুক্তির জন্য দেশবাসী ও প্রবাসীদের কাছে দোয়া চেয়েছেন মন্ত্রী ইমরান আহমদ।
জানা গেছে, গতকাল বুধবার (৪ নভেম্বর) করোনার নমুনা পরীক্ষা করার পর আজ প্রবাসীকল্যাণমন্ত্রীর রিপোর্ট পজিটিভ আসে। এই মুহূর্তে মন্ত্রী স্বপরিবারে নিজের বাসায় আছেন। শারীরিকভাবে তেমন কোনো জটিলতা নেই।
মন্ত্রী ইমরান আহমেদের স্ত্রী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক নাসরিন আহমেদের করোনা শনাক্ত হহয়েছিল চারদিন আগে। এছাড়া মন্ত্রীর একান্ত সচিব আহমদ কবিরও তিনদিন আগে করোনায় আক্রান্ত হন। তিনিও বাসায় আইসোলেশনে আছেন।
এমএম/আরআর-০২