ওসমানীনগর প্রতিনিধি
নভেম্বর ০৬, ২০২০
১২:১৯ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ০৬, ২০২০
১২:১৯ পূর্বাহ্ন
রাজনৈতিক দলের সকল পর্যায়ে এক-তৃতীয়াংশ (৩৩%) নারীকে সম্পৃক্তকরণ ও গ প্রতিনিধিত্ব অধ্যাদেশ বাস্তবায়নের দাবিতে ওসমানীনগরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্প ফেইজ-৩ ।
উপজেলা নারী উন্নয়ন ফোরামের সহযোগিতায় অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্প ফেইজ-৩ এর আয়োজনে আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের সামনে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
পরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ভাইস চেয়ারম্যান মুসলিমা আক্তার চৌধুরী।
সাধারণ সম্পাদক রাসনা বেগমের পরিচালনায় সভায় বক্তারা বলেন, রাজনৈতিক দলসহ সর্বক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে নারীর সম্পৃক্ততার পাশাপাশি সকল পর্যায়ের কমিটির গুরুত্বপূর্ণ পদগুলোতে নারীদের অন্তর্ভুক্তিকরণ ও স্থানীয় সরকারের অধিনস্থ সকল নির্বাচনে এক-তৃতীয়াংশ নারীকে মনোনয়ন দেওয়ার ব্যবস্থা করতে হবে। সকল পর্যায়ে নারীদের কেবলমাত্র প্রতিকী অংশগ্রহণ না দেখিয়ে কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের দাবি জানান বক্তারা। এছাড়া ইসির প্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ (সংশোধন-২০০৯) অনুচ্ছেদ ৯০বি অনুযায়ী সকল রাজনৈতিক দলের কেন্দ্রীয় কমিটিসহ সকল কমিটিতে ৩৩% নাররীর প্রতিনিধিত্ব দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন, অপরাজিতা প্রকল্পের উপজেলা সমন্বয়কারী শিউলী আক্তার, প্রকল্পের ক্যাপাসিটি বিল্ডিং কো-অর্ডিনেটর কামরুল ইসলাম ভূইয়া, অর্থ সমন্বয়কারী সালমা বেগম, উপজেলা নারী উন্নয়ন ফোরামের কোষাধ্যক্ষ আলেয়া বেগমসহ উপজেলার ৮টি ইউনিয়নের সংরক্ষিত আসনের সদস্যবৃন্দ।
ইউডি/আরআর-০৬