নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ০৬, ২০২০
০৬:০৬ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ০৬, ২০২০
০৬:০৬ পূর্বাহ্ন
সংরক্ষণ ও মেরামত কাজের জন্য আগামীকাল শনিবার সিলেট নগরের বেশকিছু এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিক্রয় ও বিতরণ বিভাগ (বিউবো)-২ সিলেট দপ্তরের নিয়ন্ত্রণাধীন ১১ কেভি ফিডারের আওতাভুক্ত শিবগঞ্জ, টিলাগড়, মালুয়া হাউজ, গোপালটিলা, সবুজভাগ, শাপলাবাগ, সেনপাড়া, সাদিপুর, হাতিমবাগ, মণিপুরিপাড়া, বাদুরলটকা, লামাপাড়া, সবুজবাগ, রাজপাড়া, সোনারপাড়া, এমসি কলেজ ও আশপাশ এলকাসমূহে শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়াও শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা নগরের উপশহরের বøক-এ, বিসিডিজে, এবিসি পয়েন্ট, তেররতন, ভ্যাট অফিস, সৈয়দানিবাগ, সোনারপাড়া, সাদারপাড়া এবং আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধা থাকবে । সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।
বিএ-০১