নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ০৬, ২০২০
০৯:১৫ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ০৬, ২০২০
০৯:১৫ অপরাহ্ন
সিলেটে প্রতিদিন বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যে বিভাগে আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ছুঁইছুঁই। এদিকে গত ২৪ ঘন্টায় ৫১ জনকে নতুন করে সুস্থ ঘোষণা করা হয়েছে। এসময়ে আরও ৩৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন।
নতুন শনাক্ত ৩৩ জনের মধ্যে সিলেট জেলার ১৪ জন, সুনামগঞ্জের ২ জন, মৌলভীবাজার জেলায় ৫ জন এবং হবিগঞ্জ জেলার আরও ৩ জন রয়েছেন। সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৯ জনের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৮৪৪ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৭ হাজার ৭৮২ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪১৫ জন, হবিগঞ্জে ১ হাজার ৮৪৫ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৮০২ জন রয়েছেন।
সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ২৩৩ জন রোগী।
সিলেট বিভাগে ১১ হাজার ৮৪৪ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার ৬ হাজার ৩৬৫ জন, সুনামগঞ্জের ২ হাজার ৩২৪ জন, হবিগঞ্জের ১ হাজার ৫০৯ জন ও মৌলভীবাজার জেলার ১ হাজার ৬৪৬ জন।
এদিকে একই সময়ে বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে থাকা সুস্থ হওয়া ৫১ রোগীর সর্বোচ্চ ৫০ জনই সিলেট জেলায় বাসিন্দা। এছাড়া বাকী একজন সুনামগঞ্জের বাসিন্দা।
করোনা আক্রান্ত ৪৭ জন রোগী বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান সিলেট মিররকে বলেন, 'গত ২৪ ঘণ্টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাব এবং এমএজি ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে বিভাগে আরও ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে।'
বিএ-০৩