প্রবাসীকল্যাণমন্ত্রীর সুস্থতা কামনায় কোম্পানীগঞ্জে দোয়া মাহফিল

কোম্পানীগঞ্জ প্রতিনিধি


নভেম্বর ০৭, ২০২০
১২:৪১ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ০৭, ২০২০
১২:৪১ পূর্বাহ্ন



প্রবাসীকল্যাণমন্ত্রীর সুস্থতা কামনায় কোম্পানীগঞ্জে দোয়া মাহফিল

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ইমরান আহমদ এমপি ও তাঁর স্ত্রীর করোনা থেকে মুক্তি ও সুস্থতা কামনায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে উপজেলা জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (৬ নভেম্বর) বাদ জুমা উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা নূর উদ্দিনের পরিচালনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মো. আলাউদ্দিন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুর রহমান, যুগ্ম-আহ্বায়ক রাসেল আহমদ, সদস্য তজব আলী, জুয়েল আহমদ, জাফর দেওয়ান, জামাল আহমদ, দেলোয়ার মাহমুদ রিপন, আনোয়ার হোসেন, ১ নম্বর ইসলামপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুল্লাহ জাবেদ, সাধারণ সম্পাদক মোশাহিদ আলী, তেলিখাল ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহান উদ্দীন, যুবলীগ নেতা রুহুল, শাহাবউদ্দিন, লিটন প্রমুখ।

 

এমকে/আরআর-০৫