কোম্পানীগঞ্জে যুবক খুন, প্রধান আসামীর দায় স্বীকার

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ০৭, ২০২০
০২:৪৬ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ০৭, ২০২০
০২:৪৬ পূর্বাহ্ন



কোম্পানীগঞ্জে যুবক খুন, প্রধান আসামীর দায় স্বীকার

সিলেটের কোম্পীনীগঞ্জে ছিনতাইকারীদের হাতে যুবক খুনের ঘটনায় প্রধান আসামী আশিক মিয়া (১৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উপজেলার কোম্পানীগঞ্জ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (৬ নভেম্বর) তাকে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালতের বিচারক লায়লা মেহের বানুর আদালতে হাজির করা হলে ঘটনায় জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আশিক। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, গত ১ নভেম্বর সন্ধ্যায় কোম্পানীগঞ্জ থানার তৈমরনগর এলাকায় বসবাসরত একটি ব্যবসা প্রতিষ্ঠানের সেলসম্যান জাকারিয়াকে ছুরিকাঘাত করে নগদ বিশ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনতাই করে পালিয়ে যায়। আহত অবস্থায় জাকারিয়াকে উদ্ধার করে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৩ নভেম্বর তিনি মারা যান।

এ ঘটনায় জাকারিয়ার মামা ছগির আহমদ বাদী হয়ে অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে প্রথমে ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়ের করেন। পরে খুনের মামলা দায়ের করা হয়।

এ বিষয়ে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. লুৎফর রহমান জানান, ঘটনায় জড়িত অন্যান্য আসমীদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

বিএ-১৩