সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ০৭, ২০২০
০৩:২৬ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ০৭, ২০২০
০৩:২৬ পূর্বাহ্ন
সাংসদ আবু জাহিরের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় শায়েস্তাগঞ্জ উপজেলা শ্রমিকলীগের উদ্যেগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৬ নভেম্বর) রাত ৮ টায় স্থানীয় অলিপুর বাজারে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ মারুফ আহমেদ, মো. কবির মিয়া, শায়েস্তাগঞ্জ উপজেলা শ্রমিকলীগের সিনিয়র যুগ্ন আহব্বায়ক সাহিদুল ইসলাম টিপু, যুগ্ন আহব্বায়ক মো. সেলিম মিয়া, মো. হাসান আলী, ৮ নম্বর শায়েস্তাগঞ্জ ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আব্দুস শহীদ, শায়েস্তাগঞ্জ আঞ্চলিক টমটম শ্রমিকলীগের সভাপতি মো. জামাল মিয়া, মো. সুমন মিয়া, আকতার মিয়া, মো. মনু মিয়া, মো. হামিদ মিয়া, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মো. বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক মো. জয়নাল মিয়া, ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ন আহব্বায়ক তালুকদার রিহাদ রতন, সদস্য মো. জয়নাল তালুকদার, তাজউদ্দীন ফয়সল, ছাত্রলীগ নেতা মো. শাকিল আহমেদ মুন্না প্রমুখ।
অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে দোয়া করেন পূর্ব নোয়াগাও জামে মসজিদের ইমাম সৈয়দ মোজাক্কির হোসেন।
উল্লেখ্য, গত ২৫ ই অক্টোবর সাংসদ অ্যাডভোকেট মো. আবু জাহির নমুনা পরীক্ষার জন্য দিলে ২৭ অক্টোবর তার রিপোর্ট পজিটিভ আসে। পরদিন ২৮ অক্টোবর তাকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়। বর্তমানে তাঁর ফলোআপ রিপোর্ট নেগেটিভ এসেছে।
বিএ-১৪