গোলাপগঞ্জ প্রতিনিধি
নভেম্বর ০৮, ২০২০
০১:২৭ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ০৮, ২০২০
০১:২৭ পূর্বাহ্ন
সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী বলেছেন, সমবায়ের প্রতিষ্ঠার মাধ্যমে আয় বৈষম্য হ্রাস করে ন্যায়ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে পরিণত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে সমবায় কার্যক্রমকে আরও গতিশীল করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
আজ শনিবার (৭ নভেম্বর) সিলেটের গোলাপগঞ্জে 'বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন' স্লোগানকে সামনে রেখে উপজেলা সমবায় বিভাগ ও উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা সমবায় সহকারী পরিদর্শক ফুলরানী ভট্টাচার্যের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুর রহমান। স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা জামাল মিঞা।
বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা খায়রুল আমিম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শফিকুর রহমান, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইউনুছ চৌধুরী, উপজেলা সহকারী জনস্বাস্থ্য কর্মকর্তা শাহ মোহাম্মদ লুটন, উপজেলার শ্রেষ্ঠ সমবায়ী গোলাপগঞ্জ কাঁচাবাজার সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি সেবুল আহমদ, গোলাপগঞ্জ বাজার ক্ষুদ্র বহুমূখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক জাহেদুর রহমান জাহেদ, সাংবাদিক ফারহান মাসউদ, গোলাপগঞ্জ কাঁচাবাজার সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি সেবুল আহমদ, সহ-সভাপতি তৈয়ব আলী, সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম, সমবায়ী নুরুল আলম প্রমুখ। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন আখলাক আহমদ।
এর আগে সকাল ১০টার দিকে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী।
এফএম/আরআর-০৬