রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হাজি আব্দুস সাত্তারের দাফন সম্পন্ন

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ০৮, ২০২০
০১:৩২ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ০৮, ২০২০
০১:৩২ পূর্বাহ্ন



রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হাজি আব্দুস সাত্তারের দাফন সম্পন্ন

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে বীর মুক্তিযোদ্ধা হাজি আব্দুস সাত্তারের। শনিবার (৭ নভেম্বর) বাদ জোহর গোলাপবাগ বোরহানবাগ জামে মসজিদ প্রাঙ্গণে জানাজার নামাজ শেষে হযরত শাহজালাল (রহ.) মাজার সংলগ্ন কবরস্থানে দাফন সম্পন্ন হয়। 

জানাজার নামাজের আগে সিলেট জেলা প্রশাসন রাষ্ট্রীয় সম্মান প্রদান করেন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়। এসময় মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড সিলেট মহানগর ইউনিট ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানায়। 

জানাজার নামাজে সিলেট মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড সিলেট মহানগর ইউনিট, সিলেট জেলা প্রশাসন, এসএমপি পুলিশ, জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, রোটারিয়ান, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এর আগে গত শুক্রবার রাত ৯ টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বীর মুক্তিযোদ্ধা হাজি আব্দুস সাত্তার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন। মরহুম আব্দুস সাত্তার ছিলেন বোরহানবাগ গোলাপবাগ জামে মসজিদের দুইবারের মতওয়াল্লি ও জালালাবাদ রোটারি ক্লাবের প্রাক্তন সভাপতি। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহি ও আত্মীয় স্বজন রেখে গেছেন। তাঁর মৃত্যুতে বিভিন্ন রোটারি ক্লাব ও রাজনৈতিক এবং সামাজিক নানা সংগঠন শোক ও দুঃখ প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

বিএ-০৬