বিশ্বনাথ প্রতিনিধি
নভেম্বর ০৮, ২০২০
০২:৪০ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ০৮, ২০২০
০২:৪০ পূর্বাহ্ন
সিলেটের বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের বিশেষ সভা আজ শনিবার (৭ নভেম্বর) সকালে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রেসক্লাবের কার্যক্রম নিয়ে ব্যাপক আলোচনার পর সর্বসম্মতিক্রমে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
প্রেসক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, যুগ্ম-সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান মিজান, রফিকুল ইসলাম জুবায়ের, সদস্য শহিদুর রহমান, অসিত রঞ্জন দেব, নূর উদ্দিন, জামাল মিয়া প্রমুখ।
এমএ/আরআর-১৩