দক্ষিণ সুরমায় জাতীয় সমবায় দিবস পালন

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ০৮, ২০২০
০২:৫৮ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ০৮, ২০২০
০২:৫৮ পূর্বাহ্ন



দক্ষিণ সুরমায় জাতীয় সমবায় দিবস পালন

দক্ষিণ সুরমা উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে ৪৯তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা লুৎফুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিন্টু চৌধুরী। 

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আহমদ, মোগলাবাজার থানার ওসি ছাহাবুল ইসলাম, দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, উপজেলা শিক্ষা কমিটির সদস্য ফজলুল করিম হেলাল। 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কামালবাজার ইউনিয়ন পরিষদের প্রশাসক তন্ময় আদিত্ত্য, উপজেলা যুবলীগের আহবায়ক নুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক আশিক আলী, কামালবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন, মোগলাবাজার ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সেলিম আহমদ মেম্বার।

সমবায়ীদের মধ্যে বক্তব্য দেন ইউনিটি বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. শাহীন রানা, সম্পাদক মো. মঈন উদ্দিন, স্ব-নির্ভর কৃষি খামার সমবায় সমিতি লিমিটেডের সম্পাদক মো. গিয়াস উদ্দিন প্রমুখ। 

অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সমবায় সমিতি যথাক্রমে শাহপরান বহুমুখী সমবায় সমিতি লিমিটেড, স্ব-নির্ভর কৃষি খামার সমবায় সমিতি লিমিটেড, দক্ষিণ সুরমা উপজেলা শিক্ষক কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড, ব্রীজ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড, ছিটাগোটাটিক মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড এর নেতৃবৃন্দের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ। 

প্রধান অতিথির বক্তব্যে মিন্টু চৌধুরী বলেন, সমবায়ের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে ১৯৭২ সাল থেকে প্রতিবছর পালিত হয়ে আসছে এই দিবস। এ বছরের প্রতিপাদ্য হচ্ছে 'বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ের উন্নয়ন।' 

তিনি বলেন, সমবায় সমিতি কোনো সাধারণ প্রতিষ্ঠান নয়, এটি এমন একটি জনকল্যাণ ও উন্নয়নমূলক আর্থ-সামাজিক প্রতিষ্ঠান, যার মাধ্যমে গণতন্ত্র, অর্থনীতি, সম্মিলিত কর্মপ্রচেষ্টা, উৎপাদানের কর্মযজ্ঞ, সদস্যদের অর্থনৈতিক অবস্থার উন্নতির প্রয়াস, সর্বোপরি সদস্যদের আর্থ-সামাজিক উন্নয়ন সাধন হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমবায় ভাবনাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে উন্নত দেশে রূপান্তরের ক্ষেত্রে সমবায়ের ভূমিকা অপরিসীম। বিএ-১০