উলামা মাশায়েখ পরিষদের উদ্যেগে সীরাতুন্নবী মাহফিল অনুষ্ঠিত

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ০৮, ২০২০
০৩:০৪ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ০৮, ২০২০
০৩:১৩ পূর্বাহ্ন



উলামা মাশায়েখ পরিষদের উদ্যেগে সীরাতুন্নবী মাহফিল অনুষ্ঠিত

উলামা মাশায়েখ পরিষদ সিলেটের আয়োজনে সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় সিলেট জেলা আইনজীবী সমিতির ২ নম্বর বার হলে এই মাহফিল অনুষ্ঠিত হয়। 

পরিষদের সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ড. মাওলানা এএইচএম সোলায়মান ও মাওলানা ওলীউর রহমান সিরাজীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমান অংশ নেন। 

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, দেশবরণ্যে আলেমে দ্বীন ও মিডিয়া ব্যক্তিত্ব ড. মাওলানা খলীলুর রহমান মাদানী। মাহফিলে আলোচনায় অংশ নেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যক্ষ মাওলানা আব্দুল সালাম আল মাদানী ও অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী, ইসলামী চিন্তাবিদ হাফিজ মাওলানা মাহবুবুর রহমান জালালাবাদী, মাওলানা মাসুক আহমদ ও মাওলানা আব্দুল্লাহ আল মাহমুদ। 

এসময় উপস্থিত ছিলেন, সিলেটের প্রবীণ আলেমে দ্বীন মাওলানা আব্দুল মতিন চৌধুরী শাহবাগী, আলেমে দ্বীন মুফতী মাওলানা ফয়জুল হক জালালাবাদী ও জাতীয় ইমাম সমিতি সিলেটের সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব।

 মাহফিলে বক্তারা বলেন, ‘বিশ্ব মানবতার অগ্রদূত মহানবী (সা.) শুধু মুসলিম উম্মাহ নয় বরং বিশ্ববাসীর জন্য একমাত্র পদপ্রদর্শক। বিশ্বনবী (সা.) শ্রেষ্টত্ব তাঁর সুমহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। পুরো দুনিয়ার একমাত্র অনুকরণীয় সর্বশ্রেষ্ঠ আদর্শ তিনি। মহানবী (সা.) এর আদর্শ অনুকরণের মাধ্যমেই এক সময়ের আরবের অসভ্য জাতি সুসভ্য জাতিতে পরিণত হয়েছিল। নিন্দুকের নিন্দাকে ভয় না করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় তিনি ছিলেন আপোষহীন। নবীজী (সা.) এর ব্যাপারে আল্লাহ পাক কুরআনে বলেছেন,‘দুনিয়ার সকল ঈমানদার প্রিয় নবীজির জীবন ও সম্মান অপেক্ষা নিজের সম্মানের মর্যাদা বেশি দিতে পারে না’-আল কুরআন। মুসলমানরা বিশ^নবী (সা.) কে নিজের জীবনের চাইতে বেশী ভালবাসে। নবীজী (সা.) অবমাননার বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে হুংকার দিতে হবে। কারণ এর সঙ্গে আমাদের ঈমানের বিষয় জড়িত। নবীজী (সা.) অবমাননকারীদের জন্য আল্লাহর পক্ষ থেকেও রয়েছে ভয়ানক শাস্থি। এব্যাপারে আল্লাহ পাক বলেছেন, ‘একটা বিদ্রোহীদের উপযুক্ত শায়েস্তা করার জন্য আল্লাহ তা'আলা ই যথেষ্ট’-আল কোরআন।

বিএ-১১