সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ০৮, ২০২০
০৫:৩৬ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ০৮, ২০২০
০৫:৩৬ পূর্বাহ্ন
সাম্প্রদায়িক নির্যাতন-নিপীড়ন ও হামলা বন্ধের দাবিতে সিলেটে গণ-অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সিলেট জেলা ও মহানগর হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ। শনিবার (৭ নভেম্বর) সকালে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে বক্তারা বলেন, ‘অন্য ধর্মের অনুভূতিতে আঘাত হয় এমন মন্তব্য কোনো ধর্মই সমর্থন করে না। প্রত্যেক ধর্মেই অন্য ধর্মের মতাদর্শকে সম্মান প্রদর্শনের কথা বলা হয়েছে। তাই আমরাও মুসলিমদের প্রিয় মহানবী হজরত মুহাম্মদকে (সা.) সম্মান ও শ্রদ্ধা করি। কিন্তু একটি কুচক্রি মহল গুজব ছড়িয়েছে সংখ্যালঘুরা মহানবীকে অবমাননা করেছেন। সেই গুজবের জের ধরে দেশের বিভিন্ন জায়গায় বাড়িতে ভাংচুর, অগ্নিসংযোগ ও মন্দিরে প্রতিমা ভাংচুর করে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা, নির্যাতন ও নিপীড়ন চালানো হচ্ছে। সাম্প্রদায়িক এই নির্যাতন ও নিপীড়ন বন্ধে রাষ্ট্রকে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
বক্তারা আরও বলেন, ‘দেশে সাম্প্রদায়িক হামলা, নিযাতন ও নিপীড়ন অতীতেও হয়েছে। কিন্তু সেগুলোর সুষ্ঠু বিচার হয়নি। ফলে দিন দিন মাত্রাতিরিক্তভাবে এগুলো বৃদ্ধি পাচ্ছে। সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষায় সংখ্যালঘু মন্ত্রণালয় ও সংখ্যালঘু কমিশন গঠনের জোর দাবি জানাই। একইসঙ্গে এসব হামলা ও নির্যাতনে জড়িত প্রত্যেক অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’
পরিষদের সিলেট মহানগর শাখার সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলার সভাপতিত্বে কর্মসূচির শুরুতে স্বাগত বক্তব্য দেন পরিষদের সিলেট জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট প্রদীপ ভট্টাচার্য্য। জেলা সাধারণ সম্পাদক কৃপেশ পাল ও মহানগর সাধারণ সম্পাদক প্রদীপ দেবের যৌথ সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য দেন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ চয়ন, মহানগর সভাপতি সুব্রত দেব, কেন্দ্রীয় সদস্য অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য্য, বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র পাল, জেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রঞ্জন ঘোষ, মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি দানেশ সাংমা, খ্রিস্টান অ্যাসোসিয়েশনের পক্ষে পুরোহিত ফিলিপ বিশ্বাস, শ্রীহট্ট ব্রাহ্মণ পরিষদের সভাপতি অমৃত রায় ভট্টাচার্য, হরিভক্তি প্রচারিনী সভার সাধারণ সম্পাদক প্রকৌশলী দেবদাস রায়, দক্ষিণ সুরমা পূজা উদযাপন পরিষদের সভাপতি মন মোদন দেবনাথ, সদর উপজেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক রাজু গোয়ালা, ঐক্য পরিষদ জালালাবাদ থানা শাখার সদস্য সচিব বাবুল দেব, বিমানবন্দর থানা শাখার আহŸায়ক জিডি রুম, মোগলাবাজার শাখার সাধারণ সম্পাদক রিপন বৈদ্য, দক্ষিণ সুরমা শাখার সাধারণ সম্পাদক আপন দাস, কাশ্যপ কল্যাণ পরিষদ জেলা সাধারণ সম্পাদক জ্যোতি মোহন বিশ্বাস, চন্দ সমাজকল্যাণ সমিতির উপদেষ্টা দিলীপ কুমার লাল, মহিলা ঐক্য পরিষদের সদস্য সচিব প্রভাষক বীনা সরকার, ছাত্র ঐক্য পরিষদের কেন্দ্রীয় সদস্য সঞ্জয় ভট্টাচার্য, সিলেট জেলা সভাপতি ধনঞ্জয়ন দাস ধনু, তরুণ সনাতনী সংঘের সভাপতি অর্জুন রায়।
সমাবেশ শেষে নগরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল সহকারে নগর চত্বরে গিয়ে কর্মসূচি সমাপ্ত হয়।
বিএ-১৭