নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ০৮, ২০২০
০৬:২৫ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ০৮, ২০২০
০৬:২৫ পূর্বাহ্ন
সিলেটের বিমানবন্দর সড়কের লাক্কাতুরা এলাকায় পাথরবাহী ট্রাকচাপায় পিয়াস চক্রবর্তী (২৯) নামে এক মোটরসাইকেল আরোহী নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। নিহতের মামা পুর্নেন্দু ভট্টাচার্য্য যীশু বাদী হয়ে গতকাল শনিবার বিমানবন্দর থানায় এ মামলা দায়ের করেন।
এদিকে, ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেলেও তার সহযোগী হেলপারকে আটক করেছে পুলিশ। পরে তাকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তার আলী হোসেন (১৯) কোম্পানীগঞ্জের তেলিখাল এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। আর ট্রাক ও মোটরসাইকেল থানা হেফাজতে রাখা হয়েছে। সিলেট বিমাবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার আসামিকে শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার রাত সাড়ে নয়টায় লাক্কাতুরা এলাকায় পাথরবাহী ট্রাকের সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল আরোহী পিয়াস চক্রবর্তী। এ সময় আরও দুইজন আহত হন। পিয়াস চক্রবর্তী সিলেট সিটি করপোরেশনের পানি সাপ্লাই বিভাগে কাজ করতেন। এ ঘটনায় আহতরা হলেন, সাঘরদিঘির পাড় এলাকার সুদীপ দাসের ছেলে রনি দাস (৩০) ও বাঘবাড়ী এলাকার রইছ আলীর ছেলে মিজানুর রহমান (৩৫)। তারা দুজনই ওই মোটরসাইকেলের আরোহী ছিলেন। তারা ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বিএ-০২