সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ০৯, ২০২০
০৪:২৮ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ০৯, ২০২০
০৪:৩০ পূর্বাহ্ন
সিলেট মহানগর পুলিশের নবনিযুক্ত কমিশনার মো. নিশারুল আরিফের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট উইমেন্স চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ।
আজ রবিবার (৮ নভেম্বর) সংগঠনটির নেতৃবন্দ কমিশনারের সঙ্গে সাক্ষাতে মিলিত হন।
এসময় নেতৃবৃন্দ সারাদেশে নারী নির্যাতন, ‘ধর্ষণসহ সহিংসতা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে বলেন, পুলিশ জনগণের নিরাপত্তায় দক্ষতার সঙ্গে কাজ করছে। তারপরও নারী উদ্যোক্তারা নিরাপদে ব্যবসা পরিচালনা করতে পারছেন না।’ নারী উদ্যোক্তাদের নিরাপত্তার পাশাপাশি, নারী পাচার, শিশুদের প্রতি সহিংসতা, বিভিন্ন পর্যটন কেন্দ্রে নারীদের নিরাপদে ভ্রমণ, মাদক পাচার রোধসহ নগরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য চেম্বারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন সিলেট উইমেন্স চেম্বারের সভাপতি স্বর্ণলতা রায়, পরিচালক রাবেয়া আক্তার রিয়া, নাসরিন বেগম, সদস্য তাসনিম আক্তার ও নাসিমা বেগম।
আরসি-০৪