নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ০৯, ২০২০
০৬:১১ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ০৯, ২০২০
০৬:১১ পূর্বাহ্ন
সড়কে শৃঙ্খলা ফেরাতে সম্প্রতি কঠোর ব্যবস্থা নিয়েছে সিলেট মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। এই কঠোর কার্যক্রমের অংশ হিসেবে আগামী ১০ নভেম্বরের মধ্যে সিলেট নগর এলাকায় চলাচলকারী সকল সিএনজিচালিত অটোরিকশায় গ্রিল লাগানোর নির্দেশ দিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। এ লক্ষ্যে নগরে প্রচারণাও চালানো হচ্ছে।
রবিবার (৮ নভেম্বর) বিকেলে নগরের জিন্দাবাজার এলাকায় মাইক বেধে প্রচারণা চালাতে দেখা গেছে সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে। একটি অটোরিকশায় মাইক বেঁধে চালানো এ প্রচারণায় ট্রাফিক বিভাগের এমন উদ্যোগকে বাস্তবায়ন করতে চালক, মালিক ও যাত্রীসহ সকলের সহযোগিতাও চাওয়ায় হয়েছে।
ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, বিআরটিএ এর নির্দেশনায় এ ধরনের প্রচার চালানো হচ্ছে। গত কিছুদিন আগে সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে সড়ক পরিবহনের শৃঙ্খলা নিয়ে একটি সভায় এই সিএনজিচালিত অটোরিকশায় গ্রিল লাগানোর সিদ্ধান্ত কার্যকরের জন্য নির্দেশ দেওয়া হয়েছে৷ তার প্রেক্ষিতে ট্রাফিক বিভাগ এই প্রচারণা চালাচ্ছে।
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ সিলেট মিররকে বলেন, ‘ গত ৬ তারিখ থেকে এসএমপির আওতাভুক্ত সকল জায়গায় প্রচার করা হচ্ছে। ১০ তারিখের ভিতরে সকল সিএনজিচালিত অটোরিকশার সামনে পিছনে গ্রিল লাগাতে আমরা সকলকে অনুরোধ করছি। এরপরও যদি গ্রিল লাগানো না হয় তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা নিব। ১১ তারিখ থেকে আমরা অভিযানে নামব।’
এনএইচ/বিএ-০২