সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ০৯, ২০২০
০৬:৩৪ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ০৯, ২০২০
০৬:৩৪ পূর্বাহ্ন
সিলেট জেলা ও দায়রা জজ আদালতসমূহসহ সিলেট বিভাগের সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্বশাসিত অফিসসমূহে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারি পদে নিজ নিজ জেলার স্থায়ী বাসিন্দাদের নিয়োগের দাবিতে সিলেটের বিভিন্ন সামাজিক সংগঠনসমূহের সমন্বয় কমিটির জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ নভেম্বর) বেলা দুইটায় নগরের কোর্ট পয়েন্টে এই জনসভা অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা সিলেট জেলা আইনজীবী সমিতির তলবি সভার সিদ্ধান্তের প্রতি সংহতি প্রকাশ করে বলেন, ‘তলবি সভার মাধ্যমে জানা যায় সিলেট জেলার স্থায়ী লোকদের চাকরি থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র চলছে। এই লক্ষে অল্প পরিসরে প্রকাশিত একটি দৈনিকে ২ অক্টোবর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। অবৈধ এই নিয়োগ প্রক্রিয়া সিলেটবাসীর কাছে অগ্রহণযোগ্য।’
বক্তারা আরও বলেন, ‘২০১৫ সালে হাইকোর্টের অধ্যাদেশ অনুযায়ী আদালতে ৩য়-৪র্থ শ্রেণির কর্মচারি পদে নিজ নিজ জেলার স্থায়ী লোকদের নিয়োগ দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু আদালতে সিলেট জেলার স্থায়ী বাসিন্দা বহির্ভূত লোকদের অতি গোপনে লোক নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে। চলমান গায়েবি নিয়োগ প্রক্রিয়া বাতিলক্রমে ৩য়-৪র্থ শ্রেণির কর্মচারি পদে সিলেটের লোকদের নিয়োগ দিতে হবে। অন্যথায় এই সমন্বয় কমিটি সিলেটবাসীকে নিয়ে দুর্বার গণআন্দোলন গড়ে তুলবে।’
সিলেট বিভাগ গণদাবি পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক অধ্যাপক এম শফিকুর রহমানের সভাপতিত্বে ও সমন্বয় কমিটির সদস্য কয়েছ আহমদ সাগরের পরিচালনায় সভায় প্রধান বক্তা ছিলেন দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, সিলেটের সামাজিক সংগঠন সমূহের সমন্বয় কমিটির সদস্য সচিব মকসুদ হোসেন।
সভায় আরও বক্তব্য দেন, সিলেট বিভাগ গণদাবি ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ, সিলেট বিভাগ উন্নয়ন সংগ্রাম পরিষদের সিলেট জেলা সভাপতি অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরী, দুর্নীতি প্রতিরোধ মঞ্চের কেন্দ্রীয় মহাসচিব সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, বৃহত্তর সিলেট গণদাবি পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম বকুল, সাংগঠনিক ডা. হাবিবুর রহমান, জাগো সিলেটের সভাপতি আলাউদ্দিন আলো, সিলেট বিভাগ গণদাবি ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. অরুণ কুমার দেব, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সিলেট বিভাগীয় প্রতিনিধি সৈয়দ আকরাম আল সাহান, আমরা সিলেটীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সমন্বয় কমিটির সদস্য নিয়াজ খান, সিলেট বিভাগ উন্নয়ন ফোরামের সভাপতি অ্যাডভোকেট এস.এম.এ সালেহ চৌধুরী, সিলেট বিভাগ গণদাবি পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাংবাদিক রুহুল ইসলাম মিঠু প্রমুখ।
বিএ-০৫