‘মানব সম্পদ উন্নয়নে প্রয়োজন কারিগরি শিক্ষার প্রসার’

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ০৯, ২০২০
০৬:৪০ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ০৯, ২০২০
০৬:৪০ পূর্বাহ্ন



‘মানব সম্পদ উন্নয়নে প্রয়োজন কারিগরি শিক্ষার প্রসার’

সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আইডিইবি’র র‌্যালি-সমাবেশ

 

সিলেট মিরর ডেস্ক

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘মানব সম্পদ উন্নয়নে মানসম্মত কারিগরি শিক্ষার প্রসার প্রয়োজন। একইসঙ্গে পানিসম্পদের সুষ্ঠু ব্যবহার, টেকসই যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, পরিকল্পিত নগরায়ন ও কৃষিজমি রক্ষা, প্রযুক্তি ভাবনাযুক্ত রাজনীতির প্রচলন, জাতীয় উন্নয়ন পরিকল্পনায় গোজামিল ও অপচয় রোধে আইডিইবির আহ্বান জাতিকে সঠিক নির্দেশনা দিয়েছে। যার সুফল দেশ ও জাতি পাচ্ছে।’

গণপ্রকৌশল দিবস ও আইডিবি’র প্রতিষ্ঠার অর্ধশতবর্ষ উপলক্ষে রবিবার সকালে সিলেটে উদ্বোধনী অনুষ্ঠানের সমাবেশে তিনি এ কথা বলেন। 

এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) সিলেট জেলা শাখার উদ্যোগে নগরে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শেষ হয়। র‌্যালি শেষে এবারের দিবসের প্রতিপাদ্য ‘নীল অর্থনীতি এনে দেবে সমৃদ্ধি’ স্লোগানে অনুষ্ঠিত হয় প্রকৌশলী সমাবেশ।

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) সিলেট জেলা শাখার সভাপতি মো. নজরুল হোসেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো. খালেদুর রহমানের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন, সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মাহমুদুর রশীদ মসরুর, সিলেট জেলার সহ সভাপতি মো. আব্দুর রহিম, সাধারণ সম্পাদক রফিক উদ্দীন আহমেদ, বিউবো ডিপ্রকৌসের সভাপতি মো. নুরুল হুদা চৌধুরী, সিলেট জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক হাসানুজ্জামান চৌধুরী, জনসংযোগ ও প্রচার সম্পাদক মঈনুল ইসলাম চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক উজ্জ্বল কুমার দে, কাউন্সিলর মাহবুবুর রহমান জাকারিয়া প্রমুখ।

র‌্যালি ও সমাবেশে বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদ, সিলেট পলিটেকনিক ইন্সটিটিউট, সিলেট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ (টিএসসি) শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএ-০৬