সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ০৯, ২০২০
০৬:৪৯ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ০৯, ২০২০
০৬:৪৯ পূর্বাহ্ন
সিলেট নগরের ১০ নম্বর ওয়ার্ডে বয়স্কভাতা বিতরণ করা হয়েছে। রবিবার সকালে ওয়ার্ডের ইউসেফ স্কুলে ১০৯ জনের মধ্যে এই ভাতা বিতরণ করা হয়।
ভাতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ। এসময় তিনি বলেন, ‘উপার্জনে অক্ষম বয়স্ক জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা বিধানে ও সমাজে মর্যাদা বৃদ্ধির জন্য বর্তমান সরকার বয়স্কভাতাভোগীর সংখ্যা বাড়িয়েছে। বয়স্কভাতাভোগীর সংখ্যা ২০ লাখ থেকে বৃদ্ধি করে ২২ লাখ ৫০ হাজার করা হয়েছে; যা দেশব্যাপী অব্যাহত রয়েছে।’
ওয়ার্ডের কাউন্সিলর তারেক উদ্দিন তাজের সভাপতিত্বে ও আবুল কালাম মিন্টুর পরিচালনায় উপস্থিত ছিলেন, ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন শাহবুল, ওয়ার্ড আওয়ামী লীগের আব্দুল মুমিন, যুব লীগের সৈয়দ শাহ আলম, সাজ্জাদুর রহমান সাজ্জাদ, আশরাফুল ইসলাম সায়েম, আব্দুস সাত্তার, আব্দুস সামাদ, ওয়াহিদ মিয়া প্রমুখ।
বিএ-০৮