জম্মু-কাশ্মিরে ভারতীয় সেনাসহ নিহত ৭

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ০৯, ২০২০
০২:১৯ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ০৯, ২০২০
০২:১৯ পূর্বাহ্ন



জম্মু-কাশ্মিরে ভারতীয় সেনাসহ নিহত ৭

জম্মু-কাশ্মিরে স্বাধীনতাকামী স্থানীয় সশস্ত্র ব্যক্তিদের সঙ্গে সংঘর্ষে চার ভারতীয় সেনাসহ ৭ জনের মৃত্যু হয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, সেনাদের গুলিতে তিন অস্ত্রধারীও মারা গেছে। সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন। শনিবার দিবাগত গভীর রাতে বিতর্কিত এই অঞ্চলটির কুপওয়াড়া জেলার কেরান সেক্টরের নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনারা ‘সন্ত্রাসবিরোধী অভিযান’ পরিচালনার সময় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্য, ‘৭ নভেম্বর আনুমানিক রাত একটার সময় সশস্ত্র ব্যক্তিরা এলাকাটিতে অনুপ্রবেশের চেষ্টা করে। টের পেয়ে সেনাবাহিনীর টহল দল তাদের প্রতিরোধ করে। ফলে শুরু হয় দু পক্ষের মধ্যেকার সংঘর্ষ। রাত একটায় শুরু হওয়া এই সংঘর্ষ চলে ভোর চারটা পর্যন্ত।’

এতে এক সন্দেহভাজন এক অস্ত্রধারী ও এক বিএসএফ কনস্টেবল নিহত হয়। পরে সকাল ১০টা ২০ মিনিটের দিকে নতুন সংঘর্ষ শুরু হলে এক সেনা কর্মকর্তা ও দুই জওয়ান নিহত হন। নিরাপত্তা বাহিনীর গুলিতে দুই সন্দেহভাজন ‘সন্ত্রাসী’ও নিহত হয়। এই ঘটনার পর হামলাকারীদের ধরতে অভিযান পরিচালনা অব্যাহত রেখেছে ভারতীয় সেনাবাহিনী।

আরসি-০১