জেলা পুলিশ আকবরকে প্রেপ্তার করেছে: পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক


নভেম্বর ১০, ২০২০
১২:৫৪ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ১০, ২০২০
০১:০২ পূর্বাহ্ন



জেলা পুলিশ আকবরকে প্রেপ্তার করেছে: পুলিশ সুপার


সিলেট জেলা পুলিশের প্রত্যক্ষ তত্বাবধানে উপ পরিদর্শক আকবর ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়েছে। এমনটি দাবি করেছেন সিলেট জেলা পুলিশ সুপার ফরিদ উদ্দিন আহমেদ।

আজ সোমবার (৯ নভেম্বর) আকবরকে গ্রেপ্তার পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।

তিনি বলেন, কানাইঘাট উপজেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকা দনা পাহাড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার সকাল ৯ টায় সাদা পোশাকের পুলিশের প্রত্যক্ষ তত্ববধানে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের কিছু বিশ্বস্ত বন্ধু গ্রেপ্তার প্রক্রিয়ায় সহায়তা করেছেন।

গ্রেপ্তারের বিষয়ে সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ বলেন, কেউ আইনের উর্ধ্বে নয়। অন্যায়কারি যেই হোক, তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।

আরসি-০২