কানাইঘাট প্রতিনিধি
নভেম্বর ১০, ২০২০
০১:৩১ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ১০, ২০২০
০১:৩১ পূর্বাহ্ন
সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের নয়াগ্রামের সুরইঘাট উচ্চবিদ্যালয়ের সামনের রাস্তায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ হারিয়েছেন জালাল উদ্দিন (৫৫) নামের এক ব্যক্তি। আজ সোমবার (৯ নভেম্বর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, সোমবার সকাল ১১টার দিকে পূর্ব আগফৌদ গ্রামের মৃত মতছিন আলীর পুত্র সুরইঘাট বাজারের ব্যবসায়ী জালাল উদ্দিন নিজ বাড়ি থেকে সুরইঘাট বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে সুরইঘাট উচ্চবিদ্যালয়ের সামনে পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা ৪ জন বহনকারী একটি বেপরোয়া মোটরসাইকেল জালাল উদ্দিনকে সজোরে ধাক্কা দিলে তিনি মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। স্থানীয় লোকজন দ্রুত তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে কানাইঘাট থানার পুলিশ হাসপাতালে গিয়ে নিহতের খোঁজখবর নিয়েছে। এদিকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলের চালক স্থানীয় সোনাতনপুঞ্জি গ্রামের আব্দুল হালিমের পুত্র রেজওয়ানসহ অন্য আরোহীরা দুর্ঘটনাস্থলে মোটরসাইকেল রেখে পালিয়ে গেলে স্থানীয় লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের নেতা তোতা মিয়া মোটরসাইকেলটি নিয়ে যান।
নিহতের স্বজনরা জানিয়েছেন, বেপরোয়াভাবে মোটরসাইকেল চালিয়ে জালাল উদ্দিনকে হত্যা করা হয়েছে। চতুল ও ফালজুরের বাসিন্দাদের মধ্যে মারামারির ডাকে সাড়া দিতে বেপরোয়াভাবে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার পথে এ ঘটনা ঘটেছে।
এমআর/আরআর-০৫