চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের সঙ্গে ওয়েসিস হাসপাতালের কর্পোরেট চুক্তি

নিজস্ব প্রতিবেদক


নভেম্বর ১০, ২০২০
০৩:০০ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ১০, ২০২০
০৩:০০ পূর্বাহ্ন



চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের সঙ্গে ওয়েসিস হাসপাতালের কর্পোরেট চুক্তি

বীমা কোম্পানি চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স এবং ওয়েসিস হাসপাতালের মধ্যে কর্পোরেট চুক্তি সম্পাদিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) দুপুরে বীমা কোম্পানির সিলেটের বিক্রয় কার্যালয়ে এ চুক্তি সম্পাদিত হয়। 

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা এসএম জিয়াউল হক, ব্যবস্থাপনা পরিচালক মো. এমদাদ উল্লাহ, ওয়েসিস হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. সোলায়মান আহমেদ ও পরিচালক অর্থ ডা. নুরুল হাসান সিদ্দিকী। 

চুক্তি অনুষ্ঠানটি পরিচালনা করেন চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের প্রধান বিক্রয় কর্মকর্তা সাজেদ তাশহুদ বাপ্পী। 

এসময় জানানো হয় এই চুক্তির মাধ্যমে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের সকল গ্রাহক ওয়েসিস হাসপাতালের বিভিন্ন সেবায় সর্বোচ্চ ৩০ ভাগ পর্যন্ত ছাড় পাবেন।

বিএ-১৩