কেমুসাসের খসড়া ভোটার তালিকা প্রকাশ

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ১০, ২০২০
০৫:১৬ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ১০, ২০২০
০৫:১৬ পূর্বাহ্ন



কেমুসাসের খসড়া ভোটার তালিকা প্রকাশ

কেন্দ্রীয় মুসিলম সাহিত্য সংসদ সিলেটের কার্যকরি পরিষদের নির্বাচনের লক্ষে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। গত রবিবার নির্বাচন কমিশনের এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, আজ মঙ্গলবার থেকে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত প্রতিদিন বিকেল ৩ টা থেকে রাত ৮ টা পর্যন্ত পর্যন্ত খসড়া ভোটার তালিকা সাহিত্য সংসদ কার্যালয়ে অফিস চলাকলীন সময়ে দেখা যাবে। কোনো ধরণের সংশোধনীর জন্য নির্ধারিত সময়ে আবেদন করতে পারবেন।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের আহ্বায়ক সিলেটের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নিজাম উদ্দিন।

সভায় নির্বাচন কমিশনের সদস্য বিসিবি পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল ও দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আবু তাহের মো. শোয়েব উপস্থিত ছিলেন।

আরসি-০৫