সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ১০, ২০২০
০৫:১৯ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ১০, ২০২০
০৫:১৯ পূর্বাহ্ন
সারাদেশে ধর্ষণ, বিচার বহির্ভূত হত্যাকান্ড ও বিচারহীনতার প্রতিবাদে আগামী ১৩ নভেম্বর (শুক্রবার) ‘ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ, সিলেট’ এর বিভাগীয় সমাবেশ সফল করতে সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৯ নভেম্বর) বিকেল ৪ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন, চারণ সিলেট জেলার সংগঠক নাজিকুল রানা, বিজ্ঞান আন্দোলন মঞ্চ সিলেট জেলার সংগঠক প্রণব জ্যাতি পাল, ছাত্র ফ্রন্ট সিলেট নগরের সাবেক সভাপতি রেজাউর রহমান রানা, ছাত্রফ্রন্ট সিলেট নগরের সভাপতি সঞ্জয় কান্ত দাস, ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সভাপতি সরোজ কান্তি, ছাত্রফ্রন্ট সিলেটের সংগঠক ফাহিম আহমদ চৌধুরী, ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সাধারণ সম্পাদক নাবিল এইচ প্রমুখ।
সভায় বক্তারা বলেন,‘বিচারহীনতার সংস্কৃতির কারণে দেশে একের পর এক খুন, ধর্ষণের ঘটনা ঘটছে। বর্তমান সরকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুরোপুরি ব্যর্থ। এবস্থায় দেশের জনগণকে রাজপথে নেমে আন্দোলন করে নিজেদের অধিকার আদায় করতে হবে।’
আরসি-০৬