নবীগঞ্জে সেজু হত্যা : সুয়েব তিন দিনের রিমান্ডে

নবীগঞ্জ প্রতিনিধি


নভেম্বর ১০, ২০২০
০৬:৪৪ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ১০, ২০২০
০৬:৪৪ পূর্বাহ্ন



নবীগঞ্জে সেজু হত্যা : সুয়েব তিন দিনের রিমান্ডে

নবীগঞ্জ প্রতিনিধি 

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ৮ নম্বর নবীগঞ্জ সদর ইউনিয়নের গুজাখাইর গ্রামের সহিদ উল্লাহর ছেলে মিশুক চালক আবেদ উল্লাহ সেজু হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া সুয়েব মিয়ার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার( ০৯ নভেম্বর) দুপুরে হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-৫ আদালতে হাজির হয়ে পুলিশ সুয়েবের ৫ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সুয়েব মিয়া উপজেলার উমেদনগর গ্রামের আজগর আলীর ছেলে। সে দীর্ঘদিন ধরে নবীগঞ্জ উপজেলার ৮ নম্বর সদর ইউনিয়নের চেয়ারম্যান জাবেদুল আলম সাজুর পশ্চিম তিমিরপুরস্হ ফিসারিতে পরিবার নিয়ে বসবাস করে আসছিল।

জানা যায়, নবীগঞ্জ উপজেলার ৮ নম্বর সদর ইউনিয়নের গুজাখাইর গ্রামের সাহিদ উল্লাহর ছেলে আবিদ উল্লাহ সেজু শনিবার (২৪ অক্টোবর) দুপুরে খাওয়া দাওয়া শেষে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। কিন্তু ওইদিন গভীর রাত হয়ে গেলেও সে আর ফিরে আসেনি। এমনকি তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। পরিবারের ধারণা রাতের কোনো এক সময় অটোরিকশা চালানো অবস্থায় রিকশাসহ নিখোঁজ হন সেজু। এরপর তার আত্মীয়স্বজন সম্ভাব্য সকল স্থানে যোগাযোগ করেও তার কোনো সন্ধান পায়নি। পরে রবিবার (২৫ অক্টোবর) আবিদ উল্লাহ সেজুর পরিবারের পক্ষ থেকে নবীগঞ্জ থানায় একটি জিডি করা হয়। এর পর থেকেই বিভিন্ন স্থানে সেজুর সন্ধান চালায় পুলিশ। নিখোঁজের ৪ দিনের মাথায় গত মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে নবীগঞ্জ পৌরসভার পূর্ব তিমিরপুর এমআরসি ব্রিকস ফিল্ডের পার্শ্ববর্তী এক ধান ক্ষেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশ উদ্ধার করে। এ ঘটনায় (২৮ অক্টোবর) আবিদ উল্লাহ সেজুর ভাই রাজু মিয়া বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। 

এ ঘটনার পর থেকেই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শামসুল ইসলাম তথ্য প্রযুক্তির সহায়তায় ও বিভিন্ন সিসিটিভি ফুটেজের মাধ্যমে অপরাধীকে শনাক্তে ও ধরতে বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করেন। এরই পরিপ্রেক্ষিতে গত (৩১ অক্টোবর) শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় এবং বিভিন্ন সিসিটিভি ফুটেজের সূত্র ধরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শামসুল ইসলামের নেতৃত্বে নবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম তিমিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে সুয়েব মিয়াকে গ্রেফতার করে। 

রিমান্ডের বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শামছুল ইসলাম জানান, ঘটনার দিন থেকে আমরা প্রকৃত ঘটনা উদ্ধার ও ঘটনার সাথে জড়িত সকল আসামীদের ধরতে কাজ করে যাচ্ছি। তদন্তের যথেষ্ট অগ্রগতি হয়েছে। সুয়েবকে রিমান্ডে আনা হয়েছে। আশা করছি ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামীদের গ্রেপ্তার ও হত্যার আলামত উদ্ধার করতে পারব।

এএম/বিএ-০২