ওসমানীনগর প্রতিনিধি
নভেম্বর ১০, ২০২০
০৬:৪৫ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ১০, ২০২০
০৬:৪৬ পূর্বাহ্ন
সিলেটের ওসমানীনগর উপজেলার আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার মঙ্গল চন্ডী নিশিকান্ত মডেল উচ্চ বিদ্যালয়ের হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আইন শৃঙ্খলা কমিটির সভাপতি মোছা. তাহমিনা আক্তারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুসলিমা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) আফছানা তাছলিম, থানার অফিসার ইনচার্জ শ্যামল বনিক,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার চক্রবর্তী, সহকারী শিক্ষা কর্মকর্তা দিলিপময় চৌধুরী, সমাজসেবা কর্মকর্তা জয়তী দত্ত,মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহিমা খানম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দাল মিয়া,সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, গোয়লালাবাজার ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মানিক, উমরপুর ইউপি চেয়ারম্যান মো: গোলাম কিবরিয়া, দয়ামীর ইউপি চেয়ারম্যান তাজ মোহাম্মদ ফখর উদ্দিন, সাদিপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কবির উদ্দিন আহমদ, তাজপুর ইউপি চেয়ারম্যান এমরান রব্বানী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ,উপজেলা করোনা মেডিকেল টিমের প্রধান ডা: সাকিব আব্দুল্লাহ, বালাগঞ্জ-তাজপুর ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মকর্তা আশরাফুল হক,আওয়ামীলীগ নেতা আব্দুল হামিদসহ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ।
সভায় উপজেলার সার্বিক আইন শৃঙ্খলার বিষয় নিয়ে আলোচনা পূর্বক আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার স্বার্থে উপজেলার বাজারগুলোর মেয়াদ উর্ত্তীণ পরিচালনা কমিটি পূর্ণ গঠনের উদ্যোগসহ সকলের সার্বিক সহযোগীতার আহবান করা হয়েছে।
ইউডি/আরসি-০২