নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১০, ২০২০
০৬:৪০ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ১০, ২০২০
০৭:০৩ অপরাহ্ন
সিলেটে প্রতিদিন বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যে বিভাগে আক্রান্তের সংখ্যা প্রায় চৌদ্দ হাজার। এদিকে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত আরও ৬২ জন রোগী শনাক্ত করা হয়েছে। এ সময়ে সুস্থ হয়েছেন আরও ৬১ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী। তবে এ সময়ে ক্রও মৃত্যু হয়নি বলে জানা গেছে।
সবশেষ গত ২৪ ঘণ্টায় বিভাগে এ ভাইরাসে আক্রান্ত ৬২ জন রোগীর মধ্যে সিলেট জেলার ৪৪ জন, সুনামগঞ্জে ৪ জন, হবিগঞ্জে ২ জন এবং মৌলভীবাজার জেলায় ১ জন রয়েছেন। এছাড়া সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ১১ জনের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৯৯৯ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৭ হাজার ৯০৯ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪২৪ জন, হবিগঞ্জে ১ হাজার ৮৫৮ জন ও মৌলভীবাজারের ১ হাজার ৮০৮ জন রয়েছেন।
করোনায় এ পর্যন্ত মারা গেছেন ২৩৭ জন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১৭৪ জন, সুনামগঞ্জে ২৫ জন, হবিগঞ্জে ১৬ জন এবং মৌলভীবাজার জেলায় ২২ জন রয়েছেন।
সিলেট বিভাগে ১২ হাজার ৬৫৩ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার ৭ হাজার ৪৭ জন, সুনামগঞ্জের ২ হাজার ৩৬৩ জন, হবিগঞ্জের ১ হাজার ৫৪৯ জন ও মৌলভীবাজার জেলার ১ হাজার ৬৯৪ জন। এদিকে গত ২৪ ঘন্টায় ৩৭ জনকে নতুন করে সুস্থ ঘোষণা করা হয়েছে।
করোনা আক্রান্ত ৫২ জন রোগী বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ৪৬ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ১০ জন ও হবিগঞ্জের হাসপাতালে ১ জন এবং মৌলভীবাজারে ১ জন।
এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান সিলেট মিররকে বলেন, 'গত ২৪ ঘণ্টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাব এবং এমএজি ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে বিভাগে আরও ৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। এসময়ে সুস্থ হয়ে উঠেছেন ৬১ জন।
বিএ-০৩