ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
নভেম্বর ১০, ২০২০
১০:৪৫ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ১১, ২০২০
১২:২৩ পূর্বাহ্ন
সিলেটের ফেঞ্চুগঞ্জে নবাগত ওসি'র সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
সোমবার (৯ নভেম্বর) রাতে প্রেসক্লাব নেতৃবৃন্দ ওসি শাফায়েত হোসেনের সঙ্গে উপজেলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দীন ইসকা, দপ্তর সম্পাদক মামুনুর রশীদ, সদস্য দেলওয়ার হোসেন পাপ্পু, বদরুল আমীন, শহীদ আহমদ জুলহান চৌধুরী, আর কে দাস চয়ন, মোস্তাফিজুর রহমান কিনেল, ফরিদ উদ্দিন, রুমেল আলী, সাংবাদিক আব্দুল্লাহ আল নোমান, তামিমুল করিম হৃদয়, আসিফ ইকবাল ইরন, আব্দুস সালাম, সামি হায়দার প্রমুখ।
নবাগত ওসি উপজেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সহযোগিতাসহ মাদকসহ অপরাধ কর্মকান্ডের তথ্য দিয়ে কর্মরত সাংবাদিকদের কাছ থেকে সহযোগিতা চান। প্রেসক্লাব নেতৃবৃন্দ আইন শৃঙ্খলা রক্ষার্থে পুলিশকে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
এসএ/বিএন-০৩/আরআর-০১