ওসমানীনগর প্রতিনিধি
নভেম্বর ১১, ২০২০
০১:৪০ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ১১, ২০২০
০১:৪১ পূর্বাহ্ন
সিলেটের ওসমানীনগরে শীতকালীন নিরাপত্তাসহ সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক।
গত দুইদিনে তিনি ইমাম, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, বাজার কমিটি, ব্যাংকের ম্যানেজার, শ্রমিক সংগঠন ও ওসমানীনগর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে থানা মিলনায়তনে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন ওসি। এ সময় চুরি রোধসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে গৃহিত পদক্ষেপসমূহ জানিয়ে সাংবাদিকদের পরামর্শ গ্রহণ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সহ-সভাপতি উজ্জ্বল ধর, সাধারণ সম্পাদক শিপন আহমদ, কোষাধ্যক্ষ আবদুল মতিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক কবির আহমদ, সাংস্কৃতিক সম্পাদক রণিক পাল, সদস্য আনোয়ার হোসেন আনা, জয়নাল আবেদীন, সিতু সূত্রধর প্রমুখ।
এর আগে দুপুরে পরিবহন শ্রমিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন ওসি। শ্রমিক নেতারা যানজট নিরসন ও শীতকালীন নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরণের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। সভায় অংশ নেন, বাস মালিক সমিতির নেতা শাহ নুরুর রহমান শানুর, শ্রমিক সংগঠনের নেতা সিদ্দেক আলী, মো. চুনু মিয়া, মো. লোকমান আলী, তুরণ মিয়া, মকবুল হোসেন প্রমুখ।
এর আগের দিন সোমবার জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বাজার পরিচালনা কমিটি, ব্যাংক ম্যানেজার ও বাজার কমিটির সঙ্গে সংশ্লিষ্টদের নিয়ে মতবিনিময় করেন তিনি। এতে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান নাজলু, উমরপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া, তাজপুর ইউনিয়নের চেয়ারম্যান এমরান রব্বানী, গোয়ালাবাজার ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান মানিক, পশ্চিম পৈলনপুর ইউনিয়নের চেয়ারম্যান হাফিজ আব্দুল মতিন গেদাই, দয়ামীর ইউনিয়নের চেয়ারম্যান এস টি এম ফখর, উসমানপুর ইউনিয়নের চেয়ারম্যান ময়নূল আজাদ ফারুক, তাজপুর বাজার কমিটির সেক্রেটারি সোহেল আহমদ, গোয়ালাবাজার বণিক সমিতির সেক্রেটারি পরিমল দেব, বুরুঙ্গা বাজার বণিক সমিতির সেক্রেটারি আবু হানিফ, খসরুপুর বাজার কমিটির সেক্রেটারি আব্দুল হক প্রমুখ।
মতবিনিময়কালে সকলের মতামতের ভিত্তিতে হাট-বাজারে পাহারা জোরদার, যানজট নিরসন ও সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
ইউডি/আরআর-০৭