ছয় প্রতিষ্ঠানের বিরোদ্ধে সিসিকের মামলা, জরিমানা

নিজস্ব প্রতিবেদক


নভেম্বর ১১, ২০২০
০৩:৫৯ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ১১, ২০২০
০৩:৫৯ পূর্বাহ্ন



ছয় প্রতিষ্ঠানের বিরোদ্ধে সিসিকের মামলা, জরিমানা

বিভিন্ন অপরাধে নগরে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানের বিরোদ্ধে মামলা করেছে সিলেট সিটি করপোরেশনের ভ্রাম্যমান আদালত। এসময় ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

মঙ্গলবার (১০ অক্টোবর) সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা বিজন কুমার সিংহ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

সিটি সুপার মার্কেট ও লালদিঘির পাড় হকার্স মার্কেটে ট্রেড লাইসেন্স বিহিন ব্যবসা পরিচালনা, বেআইনিভাবে হকার্স মার্কেটে রেস্টুরেন্ট ব্যবসা পরিচালনা এবং রাস্তা দখল করে ব্যবসা পরিচালনার অপরাধে ৬ প্রতিষ্ঠানের বিরোদ্ধে মামলা করা হয়। মামলায় ধার্য্যকৃত জরিমানার ২৫ হাজার টাকা নগদ আদায় করেন ভ্রাম্যমান আদালত।

সিলেট মহানগর পুলিশ, সিসিকের বাজার শাখা, লাইসেন্স শাখা ও রাজস্ব শাখার কর্মকর্তা কর্মচারীরা অভিযানে উপস্থিত ছিলেন।

বিএ-১২