নগরে কৃষক দলের আলোচনা সভা অনুষ্ঠিত

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ১১, ২০২০
০৬:১৮ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ১১, ২০২০
০৬:১৮ পূর্বাহ্ন



নগরে কৃষক দলের আলোচনা সভা অনুষ্ঠিত

‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে জাতীয়তাবাদী কৃষক দল সিলেট জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় নগরের একটি কমিউনিটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথি ছিলেন কৃষকদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। জেলা কৃষক দলের আহ্বায়ক শহীদ আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব তাজরুল ইসলাম তাজুলের পরিচালনায় অনুষ্ঠানে বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন, মহানগর বিএনপি নেতা অ্যাডভোকেট যুগ্ম সম্পাদক শামীম সিদ্দিকী, কৃষক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সোরমান আলী, সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাজিম উদ্দিন লস্কর, সদস্য মাহবুবুল হক চৌধুরী, সিলেট জেলা যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদিক, স্বেচ্ছাসেবক দল নেতা মওদুদুল হক মওদুদ, সিলেট মহানগর বিএনপির সদস্য শফিকুর রহমান টুটুল, সিলেট মহানগর বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক রেহানা ফারুক শিরীন, সিলেট মহানগর শ্রমিক দলের আহ্বায়ক মোহাম্মদ ইউনুস মিয়া, সিলেট মহানগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শামছুল আলম, সিলেট জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক এম জহিরুল ইসলাম মকর, যুগ্ম আহবায়ক ডা. শাহীন আহমদ, যুগ্ম আহবায়ক নুরুল আমীন নুরুল, সিলেট মহানগর বিএনপির সদস্য কামরুজ্জামান দিপু, সিলেট মহানগর হকার্স দলের সভাপতি আব্দুল আহাদ, সিনিয়র সহ সভাপতি নুরুল ইসলাম নুরু, কৃষক দল গোলাপগঞ্জ উপজেলা কমিটির আহবায়ক ফারুক আল মাহমুদ, সদস্য সচিব জাহাঙ্গির আহমদ চৌধুরী,  কৃষক দল দক্ষিণ সুরমা উপজেলা কমিটির আহ্বায়ক ফয়জুল ইসলাম পীর, সদস্য সচিব বখতিয়ার আহমদ ইমরান, কৃষক দল কোম্পানীগঞ্জ উপজেলা কমিটির আহ্বায়ক মনির উদ্দিন, সদস্য সচিব নুরুল আমীন নুরুল, কৃষক দল বালাগঞ্জ উপজেলা কমিটির আহ্বায়ক মো. ছঈল মিয়া, সদস্য সচিব শামীম আহমদ প্রমুখ।

বিএ-০৩