অটোরিকশায় গ্রিল লাগানোর সময়সীমা বাড়ল

নিজস্ব প্রতিবেদক


নভেম্বর ১১, ২০২০
০৬:৩৫ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ১১, ২০২০
০৬:৩৫ পূর্বাহ্ন



অটোরিকশায় গ্রিল লাগানোর সময়সীমা বাড়ল

সিলেটে সিএনজিচালিত অটোরিকশায় গ্রিল লাগানোর সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ সিলেট মিররকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

ফয়সাল মাহমুদ বলেন, ‘মালিক সমিতি স্মারকলিপি দিয়ে গ্রিলবিহীন অটোরিশার বিরুদ্ধে অভিযান না চালানোর দাবি জানিয়েছেন। তাদের দাবির প্রেক্ষিতে ও বাস্তব অবস্থা পর্যালোচনা করে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত গ্রিল লাগানোর সময়সীমা বাড়ানো হয়েছে। ৩১ ডিসেম্বরের মধ্যে তারা গ্রিল লাগানোর কাজ শেষ করবেন বলে আমাদের প্রতিশ্রæতি দিয়েছেন।’

সিলেট নগর এলাকায় গত ৬ নভেম্বর থেকে সিএনজিচালিত অটোরিকশায় গ্রিল লাগানোর জন্য মাইকিং করে প্রচারণা চালিয়ে আসছে পুলিশের ট্রাফিক বিভাগ। প্রচারণায় ট্রাফিক বিভাগের এই উদ্যোগকে বাস্তবায়ন করতে চালক, মালিক ও যাত্রীসহ সকলের সহযোগিতা চাওয়া হয়। এমন পরিস্থিতিতে জেলা সিএনজি, অটোরিকশা, অটোটেম্পু, টেক্সি, টেক্সিকার মালিক সমিতির নেতারা মঙ্গলবার সিলেটের জেলা প্রশাসক ও মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবরে স্মারকলিপি দিয়ে ৬ দফা দাবি জানান। 

বিএ-০৪