নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১১, ২০২০
০৭:৪০ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ১১, ২০২০
০৭:৪০ পূর্বাহ্ন
জাতীয় সংসদের প্রাক্তন স্পিকার প্রয়াত হুমায়ূন রশীদ চৌধুরীর ৯২তম জন্মদিন আজ। সিলেটের এই কৃতি সন্তানের জন্ম ১৯২৮ সালের ১১ নভেম্বর সিলেট শহরের দরগা গেইট এলাকার রশিদ মঞ্জিলে। পিতা আব্দুর রশীদ চৌধুরী ছিলেন অবিভক্ত ভারতের কেন্দ্রীয় বিধান সভার সদস্য। মা সিরাজুন্নেসা চৌধুরী ছিলেন পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য। প্রশাসন ও রাজনৈতিক জীবনে সকল ক্ষেত্রেই তিনি দক্ষতার পরিচয় দিয়েছেন।
হুমায়ূন রশিদ চৌধুরী ছিলেন উন্নয়নশীল বিশ্বের একজন সফলতম কূটনীতিক। বাংলাদেশের শীর্ষস্থানীয় কূটনীতিবিদ হিসেবে দায়িত্ব পালন ছাড়াও ছিলেন জাতিসংঘের সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতি। হুমায়ূন রশীদ ১৯৪৭ সালে আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর লন্ডনের ইনার টেম্পোলের সদস্য হন। ১৯৫৩ সালে তিনি পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন।
তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশ নেন এবং ৫ ডিসেম্বর ভারতের সংসদ অধিবেশনে ভাষণ দেন। এ সময় তিনি বাংলাদেশের স্বীকৃতি আদায়ে ৪০টিরও অধিক দেশের সঙ্গে কূটনৈতিক তৎপরতা চালান। পরবর্তীকালে তিনি জার্মান, সৌদি আরব ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে রাষ্ট্রদূত এবং পররাষ্ট্র্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি ১৯৮৪ সালে উপমন্ত্রীর পদমর্যাদায় বাংলাদেশের রাষ্ট্রপতির পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এবং ১৯৮৫ সালে পররাষ্ট্রমন্ত্রী নিযুক্ত হন। ১৯৮৫ সালের ৩ জুলাই তিনি জাতিসংঘের ৪১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হন। তিনি ছিলেন কমন ওয়েলথ সোসাইটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি।
তিনি সিলেটে-১ আসন (সদর-কোম্পানীগঞ্জ) থেকে ১৯৮৬ সালে ৩য় সংসদ, ১৯৮৮ সালের ৪র্থ সংসদ এবং ১৯৯৬ সালে ৭ম সংসদ নির্বাচনে সংসদ সদস্য নিবাচিত হন। ১৯৯৬ সালের ১৪ ই জুলাই তিনি সর্বসম্মতিক্রমে জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি এ পদে বহাল ছিলেন। হুমায়ূন রশীদ ছিলেন বিশিষ্ট ভাষাবিদ। বাংলা, ইংরেজি, ফারসি, ইতালি, উর্দু, হিন্দি, আরবি, স্প্যানিশ, পর্তুগিজ, জার্মান ও ইন্দেনেশিয় ভাষায় পারদর্শী ছিলেন তিনি।
দোয়া মাহফিল আজ : হুমায়ূন রশীদ চৌধুরীর জন্মদিন উপলক্ষে সিলেট মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আজ বুধবার বাদ জোহর হজরত শাহজালাল (র.) দরগাহ মসজিদের নিচতলায় দোয়া ও মিলাদ মহফিল অনুষ্ঠিত হবে। দোয়া ও মিলাদ মাহফিলে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন সফিক ও শফিউল আলম চৌধুরী নাদেল উপস্থিত থাকবেন। দোয়া মাহফিলে সিলেট মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের সকল স্থরের নেতৃবৃন্দকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীল মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।
আরসি-০১