তিন দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে সিলেটের বিচার বিভাগীয় কর্মচারীদের স্মারকলিপি

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ১২, ২০২০
১২:১৬ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ১২, ২০২০
১২:২০ পূর্বাহ্ন



তিন দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে সিলেটের বিচার বিভাগীয় কর্মচারীদের স্মারকলিপি

অধঃস্তন আদালতের কর্মচারীদের বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের সহায়ক কর্মচারী হিসেবে অন্তভূক্ত করে জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদানসহ তিন দফা দাবিতে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি দিয়েছেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ।

আজ বুধবার (১১ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করে সংগঠনের সিলেট জেলা শাখা।

সিলেটের জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারণলিপি দেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ।

 

দাবি-দাওয়া সম্বলিত স্মারকলিপি জেলা প্রশাসকের হাতে হস্তান্তরের সময় ‍উপস্থিতি ছিলেন বিচার বিভাগ সিলেটে কর্মরত শতাধিক কর্মকর্তা-কর্মচারী। তারা জজ আদালত প্রাঙ্গণ থেকে জেলা প্রশাসক কার্যালয় অভিমুখে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে মিছিলসহকারে গিয়ে উপস্থিত হন।

এ সময় উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সিলেট জেলা সভাপতি ও জেলা জজ আদালতের নাজির মো. নাজিম উদ্দিন, মহানগর দায়রা জজ আদালদের নাজির কজ্জল কান্তি চক্রবর্তী, জেলা জজ আদালতের সেরেস্তাদার সাইফুল ইসলাম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ষ্টেনোগ্রাফার দীপঙ্কর পাল।

অন্যানেরমধ্যে উপস্থিত ছিলেন রতি কান্তি দাস, মো. সোহেল রানা, মো. আজাদ মিয়া, মো. আমিনুর রশীদ, মো. আতাউর রহমান, মো. খায়রুল ইসলাম, মিজানুর রহমান, সুব্রত কুমার সিংহ, মো. ফাইজুল ইসলাম, মো. আলমগীর হুসেন চৌধুরী, মো. খুরশেদ আলম, শাহানা আক্তার, সুলতান আহমদ, মো. জসীম উদ্দিন প্রমুখ।

সংগঠনের দাবিগুলোর মধ্যে রয়েছে অধঃস্তন আদালতের কর্মচারীদেরকে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের সহায়ক কর্মচারী হিসেবে অন্তর্ভুক্ত করে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান, সকল ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক মহামান্য হাইকোর্ট ও মন্ত্রণালয়ের সমন্বয়ে শিক্ষাগত যোগ্যতা ও জ্যৈষ্ঠতার ভিত্তিতে প্রতি ৫ বছর অন্তর অন্তর স্বয়ংক্রিয়ভাবে পদোন্নতি ও উচ্চতর গ্রেড প্রদানের ব্যবস্থা। অধস্তন সকল আদালতে কর্মচারীদের নিয়োগবিধি সংশোধন করে এক ও অভিন্ন নিয়োগ বিধিমালা প্রণয়ন।

 

এএফ/০২