বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফার মৃত্যু

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ১১, ২০২০
০৭:২৮ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ১১, ২০২০
০৭:২৮ অপরাহ্ন



বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফার মৃত্যু

বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফা মারা গেছেন। ৫০ বছর ধরে তিনি এই পদে ছিলেন। যুক্তরাষ্ট্রের মায়ো ক্লিনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম আজ বুধবার এই খবর জানিয়েছে।

বিশ্বে দীর্ঘসময় ধরে প্রধানমন্ত্রী পদে দায়িত্ব পালনকারীদের মধ্যে শেখ খলিফা অন্যতম। ২০১১ সালে আরব বসন্তের সময় তাঁর নেতৃত্বেই বাহরাইনের রাষ্ট্রযন্ত্র কোনো আন্দোলনের মুখোমুখি হয়নি।

বাহরাইন নিউজ এজেন্সি আজ বুধবার জানিয়েছে, দ্য রয়্যাল কোর্ট তাঁর মৃত্যুতে রাজকীয় শোক প্রকাশ করেছে।

এদিকে এ ঘটনায় বাহরাইনের বাদশাহ শেখ হামাদ বিন ইসা আল খলিফা এক সপ্তাহের জাতীয় শোক ঘোষণা করেছেন। এ সময়কালে দেশটির জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

বাহরাইন নিউজ এজেন্সি জানিয়েছে, শেখ খলিফার মরদেহ বাহরাইনে ফেরত আসার পর পূর্ণ মর্যাদায় দাফন করা হবে এবং এ জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হবে। তবে সেই অনুষ্ঠানে শেখ খলিফার নির্দিষ্ট কিছু আত্মীয়স্বজন উপস্থিত থাকবেন।

এ বছরের শুরুর দিকে চিকিৎসা করাতে জার্মানি গিয়েছিলেন শেখ খলিফা। এরপর মার্চে ফিরে আসেন। কিন্তু গত আগস্টে শেখ খলিফা আবার বিদেশে যান। রাষ্ট্রীয় গণমাধ্যম এই সফরকে ‘ব্যক্তিগত সফর’ বলে জানিয়েছিল।

বিএ-০৪