নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১২, ২০২০
০২:১৫ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ১২, ২০২০
০২:১৫ পূর্বাহ্ন
সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়ন এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে সিলেট নগরে অভিযান চালিয়েছে মহানগর পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগ। বুধবার (১১ নভেম্বর) দিনভর আটটি চেকপোস্টের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।
নগরের তেমুখী বাইপাস, কোম্পানিগঞ্জ বাইপাস, সুরমা বাইপাস, শ্রীরামপুর বাইপাস, প্যারাইরচক বাইপাস, অতিরবাড়ি (মহাসড়ক) বাইপাস, মেন্দিবাগ ও চৌহাট্টা পয়েন্টে আটটি বিশেষ চেকপোস্ট বসানো হয়।
এসব অভিযানে ১০৩টি গাড়ি ডাম্পিং করে পুলিশ লাইন্সে প্রেরণ করা হয়। এছাড়াও হেলমেটছাড়া ও তিনজন যাত্রী নিয়ে মোটরসাইকেল চালানোয় সড়ক পরিবহন আইনে ৬৭টি মামলা করা হয়েছে।
সড়ক পরিবহন আইন ২০১৮ এর বাস্তবায়নের লক্ষ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনারের নির্দেশে সিলেট মহানগরের ছয়টি প্রবেশমূখে ছয়টি চেকপোস্টসহ মোট আটটি চেকপোস্ট পরিচালনার মাধ্যমে নিষিদ্ধ যানবাহন, রেজিস্ট্রেশন বিহীন যানবাহন, ফিটনেস বিহীন যানবাহন, মোটরসাইকেলে ত্রিপল রাইডার, হেলমেট বিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।
ট্রাফিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, নিয়মিত ডিউটির পাশাপাশি চেকপোস্টের মাধ্যমে রেজিস্ট্রেশন বিহীন যানবাহন, নিষিদ্ধ ঘোষিত যানবাহন, হেলমেট বিহীন মোটরসাইকেল চালক ও মোটরসাইকেলে তিনজন আরোহীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে। নগরবাসীকে সড়ক পরিবহন আইন মেনে চলার জন্য মাইকিংয়ের মাধ্যমে সচেতন করা হচ্ছে।
বিএ-০৭