জেদ্দায় কূটনীতিকদের অনুষ্ঠানে বোমা হামলা

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ১১, ২০২০
১১:০০ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ১১, ২০২০
১১:০০ অপরাহ্ন



জেদ্দায় কূটনীতিকদের অনুষ্ঠানে বোমা হামলা

সৌদি আরবের রাজধানী জেদ্দায় বিদেশি কূটনীতিকদের অংশগ্রহণে আয়োজিত অনুষ্ঠানে বোমা হামলা চালানো হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

প্রথম বিশ্বযুদ্ধে নিহতদের স্মরণে এক সমাধিস্থলে আয়োজিত অনুষ্ঠানে আজ বুধবার (১১ নভেম্বর) এই বোমা হামলা চালানো হয়। এই আয়োজনে অংশ নেওয়া বিদেশি কূটনীতিকদের কেউ আহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় হামলার বিষয়টি নিশ্চিত করেছে।

ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ওই অনুষ্ঠানে ইউরোপীয় অনেক কূটনীতিক অংশ নিয়েছিলেন। হামলায় ঠিক কতজন আহত হয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।

ফরাসি সরকার এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এটি একটি ‘কাপুরুষোচিত হামলা।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলার বিষয় এখনো কোনো মন্তব্য করেনি সৌদি কর্তৃপক্ষ। হামলার ঘটনার বিষয়টিও তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেনি দেশটি।

এদিকে বোমা হামলার কিছু ছবি সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে ছড়িয়ে পড়েছে। ক্ল্যারেন্স রদ্রিগেজ নামে সৌদিভিত্তিক এক সাংবাদিক এই ছবি প্রকাশ করেছেন। ওই সাংবাদিক লিখেছেন, জেদ্দায় অমুসলিমদের এক সমাধিস্থলে হামলা চালানো হয়েছে। অনুষ্ঠানে ফ্রান্স, আয়ারল্যান্ড ও ব্রিটেনের কূটনীতিকেরা উপস্থিত ছিলেন।

বিএ-১১