সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ১২, ২০২০
০৬:৩২ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ১২, ২০২০
০৬:৩২ পূর্বাহ্ন
সিলেটের সড়কে বৈদ্যুতিক খুঁটির সকল ক্যাবল যাচ্ছে মাটির নিচ দিয়ে। বৈদ্যুতিক ক্যাবল ও অন্যান্য ক্যাবলের সঙ্গে ইন্টারনেট সরবহরাহকারী প্রতিষ্ঠানগুলোর ক্যাবলও একইভাবে যাওয়ার কথা। কিন্তু এখনও নগরের বিভিন্ন এলাকার সড়কে ঝুলছে ইন্টারনেটের ক্যাবল। এ অবস্থায় বারবার ক্যাবল কেটে দিচ্ছে সিটি করপোরেশন। এ অবস্থায় বিকল্প ব্যবস্থা না করে লাইন কাটা হলে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ব্যবসায়ীরা।
বুধবার ইন্টারনেট ব্যবসায়ীদের সংগঠন সিলেট ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশনের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বুধবার সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বরাবরে দেওয়া সংগঠনের এক স্মারকে বলা হয়, ‘আপনার (মেয়র) দেওয়া বিকল্প ব্যবস্থায় ইন্টারনেট ক্যাবল স্থাপনের কাঠামো তৈরির আশ্বাসের ভিত্তিতে আমরা প্রথমে দরগা গেইট ও পরবর্তীতে বন্দরবাজার, জিন্দাবাজার এলাকার রাস্তার দুই পাশের লাইন অপসারণ করেছি। এতে গ্রাহক পর্যায়ে ও ইন্টারনেট ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হয়েছেন। কিন্তু সম্প্রতি ইন্টারনেট ব্যবসায়ীদের অবগত না করে লাইন কেটে ফেলা হচ্ছে। যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
এ ব্যাপারে জানতে চাইলে আইএসপি সিলেটের যুগ্ম আহ্বায়ক বাহার হোসেন বলেন, ‘আমরা কোনো হুঁশিয়ারি দেইনি; বাস্তবতা তুলে ধরেছি। রাস্তার পাশের সংযোগ সরিয়ে আমরা বাসা বাড়ির উপর দিয়ে লাইন টেনেছি। তারপরও প্রায়ই আমাদেরকে না জানিয়ে সিটি করপোরেশন ইন্টারনেটের ক্যাবল কেটে ফেলছে। গতকাল সকালেও এভাবে লাইন কাটা হয়। বারবার বিনা নোটিশে লাইন কাটা হলে আমাদের পক্ষে ইন্টারনেট সেবা দেওয়া সম্ভব নয়। তাই অ্যাসোসিয়েসনের পক্ষ থেকে আমরা ইন্টারনেট সেবা বন্ধ করে দেব।’
বিএ-০৩