সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ১২, ২০২০
০৬:৪১ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ১২, ২০২০
০৬:৪১ পূর্বাহ্ন
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এর সিলেট অফিস বন্ধ করার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছেন সিলেটের পুঁজিবাজারের বিনিয়োগকারীরা। বুধবার বিকেল চারটায় নগরের জেলরোড এলাকায় সিএসই’র কার্যালয়ের সামনে এ মামনবন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে পুঁজিবাবাজারে বিভিন্ন অনিয়ম ও লুটপাটের অভিযোগ এনে লুটপাট বন্ধের দাবি জানান বক্তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘মেট্রোসিটি, এমসিএসএল, জালালাবাদ সিকিউরিটিজ, ফার্স্ট লিড এবং আইএসসিএল সিকিউরিটিজ এর শেয়ারদুর্নীতির কারণে এসব প্রতিষ্ঠানের গ্রাহকরা সর্বস্ব খুইয়ে দিশেহারা অবস্থায় দিনযাপন করছেন। এ অবস্থায় বিনিয়োগকারীদের শেয়ার ফেরত দিতে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ টালবাহানা করছে। শেয়ার মার্কেটের দুর্নীতি বন্ধে স্টক এক্সচেঞ্জগুলোকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে।’
বক্তারা বলেন, ‘চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ-এর সিলেট কার্যালয় বন্ধ হলে গ্রাহকরা চরম ভোগান্তিতে পড়বেন। এর ফলে সিলেটের গ্রাহকদের অভিযোগ জানানোর কোনো জায়গা থাকবে না। তাই তারা আরও ক্ষতিগ্রস্থ হবেন।’ গ্রাহকরা সিলেটে শেয়ার কেলেংকারীর হোতাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি এবং বিনিয়োগকারীদের সুবিধার্থে সিএসই’র সিলেট আঞ্চলিক কার্যালয় যথাস্থানে বহাল রাখার দাবি জানান। মানববন্ধনে চলাকালে বক্তব্য দেন, ধনঞ্জয় চৌধুরী, মশিউল মামুন, সত্যজিত চক্রবর্তী প্রমুখ।
বিএ-০৫