সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ১২, ২০২০
০৬:৫৫ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ১২, ২০২০
০৬:৫৫ পূর্বাহ্ন
সিলেটের আদালতে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারি পদে চলমান নিয়োগ প্রক্রিয়া বাতিল করে জেলার স্থায়ী বাসিন্দাদের নিয়োগের দাবিতে সোচ্চার আদালতপাড়া।
বুধবার দুপুরে সিলেট জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে মানববন্ধন করে স্থায়ী অধিবাসীদের নিয়োগের দাবি জানিয়েছেন আইনজীবীরা।
জ্যেষ্ঠ আইনজীবী নাসির উদ্দিনের সভাপতিত্বে ও অ্যাডভোকেট মহসীন আহমদের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন, আইনজীবী সমিতির সভাপতি এ টি এম ফয়েজ উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘চলমান নিয়োগ প্রক্রিয়া বাতিল করে বহুল প্রচারিত স্থানীয় দৈনিক পত্রিকায় পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি মাধ্যমে সিলেটের স্থায়ী বাসিন্দাদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করতে হবে। অন্যথায় এই নিয়োগ প্রক্রিয়ার বিরুদ্ধে আইনজীবীগণ আন্দোলন গড়ে তুলবেন।’
মানববন্ধনে আইনজীবীদের মধ্যে বক্তব্য দেন, মিনহাজ উদ্দিন খান, বদরুল আহমদ চৌধুরী, সমিতির সাবেক যুগ্ম সম্পাদক জহুরা জেসমীন, দিলওয়ার হোসেন দিলু, জামিল আহমদ রাজু, হাবিবুর রহমান হাবিব, আনোয়ার হোসেন, আব্দুস সালেহ চৌধুরী, মো. মিছবাহুজ্জামান জাকারিয়া খান, ইয়ামিন চৌধুরী, কাওছার আহমদ, কামরুল হাসান, মোজ্জাম্মেল হক প্রমুখ।
বক্তারা তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীর পদে স্ব স্ব জেলায় স্থায়ী বাসিন্দাদের নিয়োগের বিধান থাকা সত্ত্বেও নিয়োগ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সকল নাগরিকের কাছ থেকে দরখাস্ত আহ্বান করায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে বক্তারা বলেন, ‘সিলেট জেলার স্থায়ী বাসিন্দাদের চাকরি থেকে বঞ্চিত করার লক্ষে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই অবৈধ নিয়োগ প্রক্রিয়া সিলেটবাসীর কাছে অগ্রহণযোগ্য। তাই এই নিয়োগ প্রক্রিয়া অবিলম্বে বাতিল করতে হবে।’
আরসি-০১