সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ১২, ২০২০
০৭:১৬ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ১২, ২০২০
০৭:১৬ পূর্বাহ্ন
সিলেটের জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম বলেছেন, ‘সিলেটে রয়েছে সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য। এই অঞ্চলের মরমীসাধক, শিল্পী, সাহিত্য ও সংস্কৃতিকর্মীরা তাদের মেধা ও শ্রমের মাধ্যমে দেশজুড়ে খ্যাতি অর্জন করেছেন এবং বিশ্ব সংস্কৃতিতেও অবদান রেখে যাচ্ছেন। সিলেটের সাংস্কৃতিক সংগঠনসমূহের কার্যক্রম খুবই সমৃদ্ধ ও প্রশংসনীয়। তাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডকে গতিশীল রাখতে সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসন থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।’
সিলেটের সাংস্কৃতিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। গতকাল বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে সিলেটের সাংস্কৃতিক সংগঠনগুলোর নেতৃবৃন্দ কবি নজরুল অডিটোরিয়ামের বিভিন্ন সমস্যার সমাধান ও জেলা শিল্পকলা একাডেমীর নির্বাচনের দাবিতে বেশকিছু লিখিত প্রস্তাবনা জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন।
নেতৃবৃন্দ বলেন, ‘দীর্ঘদিন হলটি বন্ধ ছিল। তাই অডিটোরিয়ামের মঞ্চ, লাইট, শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রসহ অন্যান্য প্রয়োজনীয় স্থানসমূহ মেরামত ও সংস্কার করা জরুরি।’ এ ব্যাপারে জেলা প্রশাসকের আন্তরিক উদ্যোগ ও সহযোগিতা কামনা করেন তারা। বেশ কিছুদিন ধরে কবি নজরুল অডিটোরিয়ামের মুক্তমঞ্চে কিশোর গ্যাং-এর দৌরাত্ম বেড়েছে বলে জানান সংস্কৃতিকর্মীলা। মাদকাসক্তসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতরা এখানে আড্ডা দেওয়ায় সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনায় প্রতিকূল পরিবেশ তৈরি হয়েছে।
সাংস্কৃতিক নেতৃবৃন্দ জেলা প্রশাসককে সিলেট জেলা শিল্পকলা একাডেমীর নির্বাচনের উদ্যোগ নিতে সাংস্কৃতিক কর্মীদের দীর্ঘদিনের দাবির প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান। এ সময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট সঙ্গীতশিল্পী সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি হিমাংশু বিশ্বাস, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সহ-সভাপতি বাচিকশিল্পী মোকাদ্দেস বাবুল, রবীন্দ্র সংগীত শিল্পী সংস্থা সিলেট বিভাগের সভাপতি রানা কুমার সিন্হা, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমেদ চৌধুরী মিশু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি শামসুল আলম সেলিম, জাতীয় রবীন্দ্র সঙ্গীত সমন্বয় পরিষদের বিভাষ শ্যাম যাদন, রবীন্দ্র সংগীত শিল্পী প্রতীক এন্দ টনি, সম্মিলিত নাট্য পরিষদের সহ-সভাপতি উজ্জল দাস, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, নজরুল সঙ্গীত শিল্পী পরিষদ সিলেট বিভাগের সাধারণ সম্পাদক সুকমল সেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের যুগ্ম সম্পাদক রবীন্দ্রসংগীত শিল্পী অনিমেষ বিজয় চৌধুরী, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা সিলেট বিভাগের সাধারণ সম্পাদক নীলাঞ্জনা যুঁই প্রমুখ।
আরসি-০৫