সিলেট-কক্সবাজার ফ্লাইট ‍শুরু

নিজস্ব প্রতিবেদক


নভেম্বর ১৩, ২০২০
১২:২৪ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ১৩, ২০২০
১২:২৪ পূর্বাহ্ন



সিলেট-কক্সবাজার ফ্লাইট ‍শুরু

বহুল প্রতিক্ষিত সিলেট-কক্সবাজার ফ্লাইট শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু হয় কাঙ্খিত সেই ফ্লাইট।

বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট বৃহস্পতিবার সকাল ১১ টা ৫০ মিনিটে সিলেট থেকে ৬৮ জন যাত্রী নিয়ে কক্সবাজার বিমান বন্দরের উদ্দেশ্য ছেড়ে যায় ফ্লাইটটি।

বাংলাদেশ বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার জানান, সপ্তাহের প্রতি মঙ্গলবার সকাল ১১টা ৪৫ মিনিট ও বৃহস্পতিবার বেলা ১১ টা ৫০ মিনিটে সিলেট থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে বিমানের ফ্লাইট। এছাড়া কক্সবাজার-সিলেট রুটে সপ্তাহে দুইদিন রবিবার দুপুর ১২টা ৫ মিনিট এবং মঙ্গলবার দুপুর ১টা ৪৫ মিনিটে কক্সবাজার থেকে পূণ্যভুমি সিলেটের উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে যাবে।

আরসি-০৬