দ্বিতীয় দিনে আরও শতাধিক গাড়ি ডাম্পিং, ৪৯ মামলা

নিজস্ব প্রতিবেদক


নভেম্বর ১৩, ২০২০
০৬:০৫ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ১৩, ২০২০
০৬:০৫ পূর্বাহ্ন



দ্বিতীয় দিনে আরও শতাধিক গাড়ি ডাম্পিং, ৪৯ মামলা

সড়কে শৃঙ্খলা ফেরানোর লক্ষ্যে সড়ক পরিবহন আইনে নগরে চলছে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগের অভিযান। দ্বিতীয় দিনের অভিযানে ১০৭টি যানবাহন ডাম্পিং ও ৪৯টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ৪২টি নিবন্ধিত সিএনজিচালিত অটোরিকশা, ১০টি অন্য জেলার সিএনজিচালিত অটোরিকশা, ৩৬টি রেজিস্ট্রেশনবিহীন ও বৈধ কাগজপত্রবিহীন মোটরসাইকেল, ১২টি নিষিদ্ধ ঘোষিত যানবাহনসহ মোট ১০৩টি গাড়ি ডাম্পিং করে পুলিশ লাইন্সে পাঠানো হয়েছে। প্রথম দিনের অভিযানে গত বুধবার ১০৩টি গাড়ি ডাম্পিং এবং ৬৭টি মামলা দায়ের করে পুলিশ। 

বৃহস্পতিবার অভিযানের দ্বিতীয় দিনে নগরে আটটি চেকপোস্টের মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনা করে এসএমপির ট্রাফিক বিভাগ। তেমুখি বাইপাস, লাক্কাতুরা বাজার, সুরমা বাইপাস, আলমপুর ফাঁড়ির সামন, পারাইরচক পয়েন্ট, আম্বরখানা ও শেখঘাট পয়েন্টে বিশেষ চেকপোস্ট বসানো হয়। রেজিস্ট্রেশনবিহীন যানবাহন আটক, মোটরসাইকেলে তিনজন আরোহী ও হেলমেট বিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

ট্রাফিক বিভাগ জানায়, ট্রাফিক বিভাগের উপকমিশনার ফয়সল মাহমুদের সার্বিক তত্ত¡াবধানে ও অতিরিক্ত উপ- কমিশনার (ট্রাফিক) জ্যোতির্ময় সরকারের নেতৃত্বে দুটি সেক্টরে ভাগ করা হয়। প্রতিটি সেক্টরে ৪টি করে মোট আটটি তল্লাশি চৌকি বসিয়ে অবৈধ যানবাহন, রেজিস্ট্রেশনবিহীন যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। এক নম্বর সেক্টরের অধীনে চারটি চেকপোস্ট হলো- তেমুখী বাইপাস, লাক্কাতুরা বাজার, আম্বরখানা ও শেখঘাট। দুই নম্বর সেক্টরের অধীনে চারটি চেকপোস্ট হলো- চন্ডিপুল, পারাইরচক, আলমপুর ও সুরমা বাইপাস। 

আটটি চেকপোস্ট পরিচালনার মাধ্যমে নিষিদ্ধ যানবাহন, রেজিস্ট্রেশনবিহীন যানবাহন, ফিটনেসবিহীন যানবাহন, মোটরসাইকেলে ত্রিপল রাইডার, হেলমেট বিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এসময় ৪২টি নিবন্ধন সিএনজিচালিত অটোরিকশা, ১০টি অন্য জেলার সিএনজিচালিত অটোরিকশা, ৩৬টি রেজিস্ট্রেশন বিহীন ও কাগজপত্র বিহীন মোটরসাইকেল, ১২টি নিষিদ্ধ ঘোষিত যানবাহনসহ সর্বমোট ১০৩টি গাড়ি ডাম্পিং করে পুলিশ লাইন্স প্রেরণ করা হয়। এছাড়াও ত্রিপল রাইডার ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে ৪৯টি মামলা দাখিল করা হয়।

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ সিলেট মিররকে বলেন, ‘নিয়মিত ডিউটির পাশাপাশি চেকপোস্টের মাধ্যমে রেজিস্ট্রেশনবিহীন যানবাহন, নিষিদ্ধ ঘোষিত যানবাহন, হেলমেটবিহীন মোটরসাইকেল চালক ও মোটরসাইকেলে তিনজন আরোহীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।’

বিএ-০১