মাদকের বিস্তার ঠেকাতে হবে

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ১৩, ২০২০
০৬:২১ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ১৩, ২০২০
০৬:২১ পূর্বাহ্ন



মাদকের বিস্তার ঠেকাতে হবে
পুলিশের কল্যাণ সভায় নিশারুল আরিফ

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কমিশনার নিশারুল আরিফ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) এসএমপি মহানগর গোয়েন্দা বিভাগের বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন। নিশারুল আরিফ বলেন, ‘মাদকের কারণে সমাজে অপরাধ প্রবণতা বাড়ছে। তাই যে কোনো মূল্যে মাদক পাচার ও মাদক সেবন ঠেকাতে হবে।’

এ সময় তিনি প্রত্যেক পুলিশ সদস্যকে করোনাকালে আরও সতর্কতা অবলম্বন করে দায়িত্ব পালনের আহ্বান জানান। মহানগর গোয়েন্দা বিভাগের মামলা তদন্তের গুণগত মান বৃদ্ধি ও সঠিকভাবে অভিযান পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করেন তিনি। এছাড়া গোয়েন্দা বিভাগে কর্মরত সকল কর্মকর্তা ও ফোর্সকে অন্য যে কোনো ইউনিট থেকে আরও বেশি তৎপর ও গতিশীল হয়ে জনবান্ধব পুলিশিং কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশনা প্রদান করেন। তিনি গোয়েন্দা কার্যক্রমের লক্ষ্য ও প্রাধান্য নির্ধারণ করে গোয়েন্দা বিভাগের সকল কাজ স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে পালনের নির্দেশ দেন।

মহানগর গোয়েন্দা বিভাগের বিশেষ কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন, উপকমিশনার (ডিবি) সঞ্জয় সরকার, অতিরিক্ত উপকমিশনার (ডিবি) বিএম আশরাফ উল্যাহ তাহের, সহকারী কমিশনার (ডিবি), পুলিশ পরিদর্শকসহ সিলেট মহানগর গোয়েন্দা বিভাগের সকল কর্মকর্তা।

বিএ-০২