‘কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্ব দিতে হবে’

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ১৩, ২০২০
০৬:৩৩ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ১৩, ২০২০
০৬:৩৩ পূর্বাহ্ন



‘কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্ব দিতে হবে’
মঈনুন্নেছা বালিকা বিদ্যালয়ে কিশোরীদের প্রশিক্ষণ

সিলেট জেলা শিক্ষা অফিসার নাজমা বেগম বলেছেন, ‘একজন সুস্থ সবল মানুষ সমাজকে অনেক কিছু দিতে পারে। তাই সবার আগে প্রয়োজন সুস্থ থাকা। এ জন্য কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় আমাদেরকে বিশেষ গুরুত্ব দিতে হবে। কিশোরীদের বয়োসন্ধিকালীন সময়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষিকাদের বিশেষ নজর রাখতে হবে।

মঈনুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে কিশোরীদের মাসিক স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী ও মাসিক স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা কর্নারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গতকাল বৃহস্পতিবার বেসরকারি উন্নয়ন সংস্থা আইডিয়ার উদ্যোগে এবং ডবিøউএসএসসিসি ও ইউএসটি’র সহযোগিতায় এই সভা আয়োজন করা হয়।

জেলা শিক্ষা অফিসার আরও বলেন, ‘মেয়েদের মাসিক কোনো লজ্জার বিষয় নয়। এটি তাদের প্রাত্যহিক জীবনের একটি অংশ। এ বোধটুকু একজন কিশোরীর মনে স্থাপন করে দিতে হবে। এই সময়ে মা-বাবাসহ পরিবারের অভিভাবকদের অধিক যত্নবান হতে হবে। মা-বাবাকে তাদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করতে হবে।’

বিদ্যালয় কর্তৃপক্ষকে মাসিক স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা বিষয়ক উপকরণ প্রদান অনুষ্ঠানে আইডিয়ার নির্বাহী পরিচালক নজমুল হকের সভাপতিত্বে ও আইডিয়ার কর্মকর্তা রোজিনা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, মঈনুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ বেগম, সহকারী প্রধান শিক্ষক মোছা. খালেদা বেগম, সাংবাদিক খালেদ আহমদ ও জেলা শিক্ষা অফিসের সহকারী প্রোগ্রামার তোফায়েল আহমদ চৌধুরী।

বিদ্যালয়ের ২০ জন কিশোরী শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেন, আইডিয়ার কর্মকর্তা শাহিনুর রহমান, রোজিনা চৌধুরী এবং কাজী জালাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুনা সুলতানা। অনুষ্ঠানে মাসিক স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনার জন্য বিদ্যালয় কর্তৃক বরাদ্দকৃত একটি শ্রেণিকক্ষ, ২টি স্টিল শোকেস, একটি টেবিল, চারটি চেয়ার, ফাস্ট এইড বক্স,  মগ, বালতি, স্কুল ইউনিফর্ম, স্যানেটারি উপকরণ, স্বাস্থ্য সুরক্ষাসামগ্রীসহ আরও অনেক উপকরণ দিয়ে সজ্জিতকরণ করে আনুষ্ঠানিকভাবে শ্রেণিকক্ষটি প্রধান শিক্ষককে বুঝিয়ে দেওয়া হয়। 

বিএ-০৪