নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৩, ২০২০
০৬:৩৯ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ১৩, ২০২০
০৬:৩৯ পূর্বাহ্ন
সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন বোন। ন্যায়বিচারের আশায় ভাই মামলা করেন আদালতে। সেই মামলাই এখন কাল হয়ে দাঁড়িয়েছে। পাল্টা মামলা আর প্রাণনাশের হুমকিতে ঘরছাড়া ভাই মো. আব্দুল কাদির। নিরাপত্তাহীনতায় ভুগছে পুরো পরিবার।
বৃহস্পতিবার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে গ্রামের প্রভাবশালীদের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন কানাইঘাট উপজেলার বাখালছড়া ডাউকেরগুল গ্রামের বাসিন্দা আব্দুল কাদির।
লিখিত বক্তব্যে আব্দুল কাদির বলেন, ‘আমার ছোটবোনের সঙ্গে প্রায়ই অশালীন আচরণ এবং অশ্লীল কথাবার্তার মাধ্যমে তাকে হেনস্থা করতো কানাইঘাট উপজেলার বাখালছড়া ডাউকেরগুল গ্রামের রহিম উদ্দিন রমুর ছেলে আব্দুল জব্বার (৩০)। প্রতিবাদ করায় গত ৯ সেপ্টেম্বর আব্দুল জব্বার ও তার আরও ৩ ভাই মিলে আমাকে ব্যাপক মারধর করে। হামলাকারীরা প্রভাবশালী হওয়ায় স্থানীয়ভাবে বিচার পাইনি। ৫ অক্টোবর আদালতে মামলা দায়ের করি। মামলা করার কারণে অভিযুক্তরা আরও বেপরোয়া হয়ে ওঠে। মামলা প্রত্যাহার করতে তারা নানাভাবে হুমকি দিতে থাকে। মিথ্যা অভিযোগে পাল্টা মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করে যাচ্ছে।’
সংবাদ সম্মেলনে কাদির আরও বলেন, ‘গত ৩১ অক্টোবর দুপুরে আমার ছোট বোন পুকুরে গোসল করতে গেলে প্রধান অভিযুক্ত আব্দুল জব্বার তাকে জোরপূর্বক তুলে নিয়ে দুই সহযোগীসহ পালাক্রমে ধর্ষণ করে। স্থানীয় একটি পরিবারের সহায়তায় তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করি। ৪ নভেম্বর আব্দুল জব্বার ও ডাউকেরগুল গ্রামের গ্রামের মৃত সফিকুল হকের ছেলে আব্দুস সালাম (৩৫) এবং মৃত খলিল মিয়ার ছেলে হবিবুর রহমান ওরফে হইবুরকে (৪০) আসামি করে সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করি। এতে ক্ষিপ্ত হয়ে আব্দুল জব্বারের ভাই তৌহিদুর রহমান তার স্ত্রীকে নির্যাতনের অভিযোগে আমাকে ও প্রতিবেশীদের জড়িয়ে আদালতে আরও একটি মামলা দায়ের করেন।
আব্দুল কাদির বলেন, ধর্ষণ মামলা ধামাচাপা দিতে তারা আমাকে মামলা দিয়ে হয়রানি করছে। মামলা তুলে নিতে প্রভাবশালীরা আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে।’ এদের হাত থেকে রক্ষা পেতে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে ধর্ষণের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে সংশ্লিদের হস্তক্ষেপ কামনা করেছেন আব্দুল কাদির।
বিএ-০৫