বাসে আগুন : ৬ মামলা, আসামি ১৫০

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ১৩, ২০২০
০১:০৩ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ১৩, ২০২০
০১:০৩ অপরাহ্ন



বাসে আগুন : ৬ মামলা, আসামি ১৫০

রাজধানী ঢাকায় বৃহস্পতিবার ১০টি বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় ১৫০ জনকে আসামি করা হয়। ইতোমধ্যে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) ওয়ালিদ হোসেন।

তিনি জানান, বৃহস্পতিবার ১০টি বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় মতিঝিল, শাহবাগ এবং পল্টন থানায় দুটি করে মোট ছয়টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় ১৫০ জনকে আসামি করা হয়েছে।

ইতোমধ্যে আসামিদের ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা একটি রাজনৈতিক দলের নেতাকর্মী বলে জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা।

তিনি আরও বলেন, ঘটনাস্থলের ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত এবং তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৪টার মধ্যে নয়াপল্টন, গুলিস্তান, আজিজ সুপার মার্কেটের সামনে, সচিবালয়ের উত্তর পাশে, পুরান ঢাকার নয়াবাজারে, পল্টন, মতিঝিল ও ভাটারায় নয়টি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। রাত পৌনে ৮টার দিকে উত্তরার আজমপুরে যাত্রীবাহী আরেকটি বাসে আগুন দেওয়া হয়।

এদিন অনুষ্ঠিত ঢাকা-১৮ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে বাসে অগ্নিসংযোগের এসব ঘটনা ঘটানো হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

তবে কে বা কারা লাগিয়েছে এবং কেন লাগিয়েছে তা সুনির্দিষ্টভাবে বলতে না পারলেও পুলিশ বলছে, উপনির্বাচনে আইনশৃঙ্খলার অবনতি ও সহিংসতার উদ্দেশ্যেই গণপরিবহনে অগ্নিসংযোগ করা হয়েছে।

বিএ-০৮