শ্রীমঙ্গলে আশ্রয়ণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

শ্রীমঙ্গল প্রতিনিধি


নভেম্বর ১৩, ২০২০
০৫:৫৯ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ১৩, ২০২০
০৬:৩৭ অপরাহ্ন



শ্রীমঙ্গলে আশ্রয়ণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় দেশের সকল ভূমিহীন ও গৃহহীনের জন্য গৃহনির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান এনডিসি (অতিরিক্ত সচিব)।

আজ শুক্রবার (১৩ নভেম্বর) সকালে উপজেলার আশিদ্রোন ইউনিয়নের মোহাজেরাবাদ গ্রামের পশ্চিমপাড়া এলাকায় সরকারি খাস জমিতে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলার প্রশাসক মীর নাহিদ আহসান, শ্রীমঙ্গল উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) নেছার উদ্দিন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রেম সাগর হাজরা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, আশিদ্রোন ইউনিয়নের চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন জহর, স্থানীয় ইউপি সদস্য ফারুক আহমেদ প্রমুখ।

জানা গেছে, ৪০ শতাংশ জমির উপর ১৫টি গৃহনির্মাণ করা হবে। প্রতিটি গৃহ তৈরি করতে সরকার কর্তৃক খরচ নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা।

 

জিকে/বিএন-০২/আরআর-০২