শাবি প্রতিনিধি
নভেম্বর ১৩, ২০২০
১১:৩৪ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ১৩, ২০২০
১১:৪৯ অপরাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আবৃত্তি বিষয়ক একমাত্র সংগঠন ‘মাভৈঃ আবৃত্তি সংসদ’ এর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনদিনব্যাপী অনলাইন অনুষ্ঠান শুরু হবে আগামীকাল শনিবার (১৪ নভেম্বর)।
আজ শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে শাবিপ্রবিতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে অনলাইন প্রেস কনফারেন্সের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন '২২শে মাভৈঃ' - ২২ বছরপূর্তি ও আবৃত্তি উৎসব-২০২০ এর আহ্বায়ক রাজর্ষি ভট্টাচার্য্য।
তিনি জানান, বর্তমানে করোনা মহামারিতে পৃথিবীতে থমকে দাঁড়িয়ে আমরা, যেখানে প্রতিনিয়ত সবাই বেঁচে থাকার লড়াই করে যাচ্ছে। এই জরাগ্রস্ত সময়ে দাঁড়িয়ে আমাদেরও এই সীমাবদ্ধতাটুকু মেনে নিতে হচ্ছে। কিন্তু যেখান থেকে যেভাবেই হোক মাভৈঃ সবসময় কবিতার সঙ্গে থাকে, মানুষের সঙ্গে থাকে। তাই এবারের বর্ষপূর্তিতে মাভৈঃ অনলাইনে ৩ দিনব্যাপী ব্যতিক্রমধর্মী '২২শে মাভৈঃ' - ২২ বছরপূর্তি ও আবৃত্তি উৎসব-২০২০ এর আয়োজন করতে যাচ্ছে। আগামী ১৪, ১৫ ও ১৬ নভেম্বর এ অনুষ্ঠান মাভৈঃ এর ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হবে।
তিনি আরও জানান, তিনদিনের এ অনলাইন আয়োজনের প্রথম দিন (১৪ নভেম্বর) রাত ৮টায় অনুষ্ঠিত হবে আমন্ত্রিত আবৃত্তিশিল্পীদের পরিবেশনা। এতে অংশগ্রহণ করবেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ্, উপদেষ্টা মীর বরকত কাজী, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহতাব সুমন ও সাংগঠনিক সম্পাদক (সিলেট অঞ্চল) মনির হোসেন। এছাড়া থাকবেন ভারতের আগরতলা অঙ্গরাজ্যের কবি ও বাচিকশিল্পী কাকলি গাঙ্গুলি।
দ্বিতীয় দিন (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় থাকবে মাভৈঃ এর বর্তমান ও সাবেক সদস্যদের পরিবেশনা ও স্মৃতিচারণ। এতে অংশ নেবেন মাভৈঃ এর উপদেষ্টা ও পলিটিক্যাল স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জায়েদা শারমিন স্বাতী এবং ইংরেজী বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. হিমাদ্রী শেখর রায়।
অনুষ্ঠানের শেষদিন (১৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে আমন্ত্রিত বিশ্ববিদ্যালয়ভিত্তিক আবৃত্তি সংগঠনের পরিবেশনা। এতে থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠন ‘ধ্বনি’, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘স্বনন’, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চ’, খুলনা বিশ্ববিদ্যালয়ের ‘ওংকার শৃণুতা’, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ‘অনুপ্রাস কণ্ঠচর্চা কেন্দ্র’ এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘অ-আবৃত্তি সংগঠন’।
প্রেস কনফারেন্সে শাবিপ্রবি প্রেসক্লাবের সহ-সভাপতি আরাফ আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মেহেদী কবীরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মাভৈঃ আবৃত্তি সংসদের সভাপতি অংকিতা দাস গুপ্তা, সহ-সাধারণ সম্পাদক দীপংকর দাস বৃন্ত, সাংগঠনিক সম্পাদক মারুফ উল আলম, জ্যৈষ্ঠ কার্যকরী সদস্য মবনীতা কর্মকার ও অনামিকা অনু।
উল্লেখ্য, ১৯৯৮ সালের ১৫ নভেম্বর ‘শেকল ভাঙার ছন্দ মোরা, দেয়াল ভাঙার উচ্চারণ’ এই প্রতিপাদ্য নিয়ে যাত্রা শুরু করেছিল মাভৈঃ। কবিতার মধ্য দিয়ে সত্যকে ধারণ করে সেই প্রথমদিন থেকেই নির্ভীক পদযাত্রা মাভৈঃ এর। যেকোনো সময়, যেকোনো সংকটের প্রেক্ষিতে অন্যায়ের বিরুদ্ধে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সোচ্চারে, সমাজ ও মানুষকে জাগ্রত করে তোলার প্রত্যয়ে বহমান এক কন্ঠ মাভৈঃ।
এইচএন/বিএন-০৩/আরআর-০৩